সোমবার, ১৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

রোগী ছাড়াল পৌনে ৩ লাখ

দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ২০২৪, মৃত্যু ৩২

নিজস্ব প্রতিবেদক

রোগী ছাড়াল পৌনে ৩ লাখ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা গেলেন আরও ৩২ জন। এ নিয়ে ভাইরাসটির কারণে সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৭ জনে। ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষায় ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২৪ জন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত রোগী পৌনে তিন লাখ ছাড়িয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন ১২ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করায় শনাক্ত হয়েছিল ২ হাজার ৬৪৪ জন করোনা রোগী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন। একদিনে মারা যাওয়া ৩২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৭ জন। একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৩১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন। গত ২৪ ঘণ্টায় ২০ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

গত এক দিনে যারা মারা গেছেন তাদের ২৫ জন পুরুষ এবং ৭ জন নারী। ৩১ জন হাসপাতালে এবং ১ জন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ১৯ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৯ জন পঞ্চাশোর্ধ্ব, ৩ জন চল্লিশোর্ধ্ব এবং একজনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। ১৪ জন ঢাকা বিভাগের, ৩ জন চট্টগ্রাম বিভাগের, ৬ জন রাজশাহী বিভাগের, ২ জন খুলনা বিভাগের, ৩ জন বরিশাল বিভাগের, ২ জন করে সিলেট ও রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত করোনা সংক্রমণে মৃতদের মধ্যে ২ হাজার ৮৯০ জন পুরুষ এবং ৭৬৭ জন নারী।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও তথ্য-

দিনাজপুর : গত ২৪ ঘণ্টায় করোনায় দিনাজপুর সদরের শফিকুল ইসলাম নামে একজন চিকিৎসাধীন অবস্থায় এবং হাকিমপুরে জামাল উদ্দিন সরকার নামে আরেকজন নিজ বাড়িতে মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জন। একই সময়ে ১৩৮টি নমুনার ফলাফলে নতুন আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ২ হাজার ৪৬১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৫ জন।

চাঁপাইনবাবগঞ্জ : ২৪ ঘণ্টায় চিকিৎসক, নার্সসহ আরও ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ পর্যন্ত মারা গেছেন ১০ জন।

গাজীপুর : ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫১১ জনে। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৭১ জন। মারা গেছেন ৫৮ জন।

বাগেরহাট : ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৯৫ জন। মারা গেছেন ১৮ জন।

কুমিল্লা : ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৫৩ জন। মারা গেছেন ১৫৬ জন।

বগুড়া : করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জন। ২৪ ঘণ্টায় আরও ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ঠাকুরগাঁও : হরিপুরে করোনা আক্রান্ত হয়ে আবদুর রউফ (৭৩) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত শনিবার বালিয়াডাঙ্গী উপজেলায় করোনার উপসর্গ নিয়ে বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মুনিরুজ্জামান (৩৩) মারা গেছেন। গেল ২৪ ঘণ্টায় বালিয়াডাঙ্গী উপজেলায় আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। শনিবার পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০৬ জন। মারা গেছেন ১০ জন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর