সোমবার, ১৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

যাত্রা শুরু আরও ১৩ জোড়া ট্রেনের

‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি কার্যকর

নিজস্ব প্রতিবেদক

রেলের করোনাকালীন বহরে আরও ১৩ জোড়া ট্রেন চালু হয়েছে। গতকাল সকাল থেকে এসব ট্রেন দেশের বিভিন্ন রুটে ছেড়ে গেছে। করোনা পরিস্থিতির সময় স্বল্প পরিসরে চালু হওয়ার পর গতকাল থেকে ট্রেনগুলো পুরোদমে চলাচল শুরু করেছে। পর্যায়ক্রমে সব রুটের যাত্রীবাহী আন্তনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এখন থেকে ‘টিকিট যার ভ্রমণ তার’ নীতিতে ট্রেন চলবে।

আগে থেকে ১৭ জোড়া ট্রেন চলাচল করছে। গতকাল যুক্ত হলো আরও ১৩ জোড়া ট্রেন। সব মিলিয়ে এখন চলাচল করা ট্রেনের সংখ্যা দাঁড়াল ৩০ জোড়া। রেলওয়ে জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কিছু মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়। ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় নতুন করে গতকাল থেকে আরও ১২ জোড়া আন্তনগর এবং এক জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে গতকাল থেকে ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু হওয়ার কথা জানানো হয়। সকাল থেকে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন রুটে এই ১৩ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর