সোমবার, ১৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বিশ্বে ফের এক দিনে আক্রান্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

ফের এক দিনে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের  রেকর্ড হয়েছে। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দুই লাখ ৯৪ হাজারের বেশি মানুষের দেহে করোনাভাইরাস সংক্রমিত কভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে, প্রাদুর্ভাব শুরুর পর এ যাবৎকালে যা এক দিনে সর্বোচ্চ সংক্রমণ। বিবিসির এক অনলাইন প্রতিবেদনে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাতে জানানো হয়েছে, দৈনিক সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের পর এ নিয়ে বিশ্বজুড়ে ভাইরাসটিতে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে দুই কোটি ১৩ লাখেরও বেশি। ভারতে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানি বেড়েই চলেছে। ভারতে ফের এক দিনে করোনা ভাইরাসে আক্রান্তের রেকর্ড হয়েছে। এক দিনে আক্রান্ত হয়েছে প্রায় ৬৪ হাজার মানুষ। গতকাল সকালে দেশটিতে করোনায় মৃত্যু ৫০ হাজার পেরিয়ে গেছে।

 কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ও আগের দিনের পরিসংখ্যান তুলে ধরে নিশ্চিত করেছে- মৃত্যুর সংখ্যা অর্ধলাখ ছুঁই ছুঁই। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ৪৯০ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২। করোনার প্রকোপে ২৪ ঘণ্টায় দেশে ৯৪৪ জন প্রাণ হারিয়েছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে ৪৯ হাজার ৯৮০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডোমিটার হালনাগাদ তথ্যে জানিয়েছে, ভারতে করোনায় মৃত্যু ৫০ হাজার পেরিয়ে গেছে। রবিবার দুপুরে প্রাপ্ত তথ্যমতে, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৯ জনে। দেশটিতে এই মুহূর্তে মোট সক্রিয় করোনা রোগী ৬ লাখ ৭৭ হাজার ৪৪৪ জন। এখন পর্যন্ত ১৮ লাখ ৬২ হাজার ২৫৮ জন রোগী সুস্থ হয়েছেন। অর্থাৎ মোট আক্রান্তের ৭১.৯১ শতাংশই সেরে উঠেছেন।

বিশ্বে করোনায় আক্রান্তের তালিকায় ভারত এখন তিন নম্বরে। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান। আর প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পরই দেশটির অবস্থান। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রে মাত্র ২৩ দিনে ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যক প্রাণহানির ক্ষেত্রে ব্রাজিলে ৯৫ দিন ও মেক্সিকোয় ১৪১ দিন লেগেছে। সেই তুলনায় ভারতে মৃতের সংখ্যা ৫০ হাজারে পৌঁছতে সময় লাগল ১৫৬ দিন। অবশ্য বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় ভারতে কভিডে মৃত্যুর হার তুলনামূলকভাবে কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গোটা বিশ্বে কভিড মৃত্যুহার ৩.৫ শতাংশ। সেখানে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ভারতে কভিডে জাতীয় মৃত্যুর হার ১.৯ শতাংশ।

অন্যদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৩ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ৭ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৮৯২ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৬৯ হাজার ৭৫৭ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছে ১ কোটি ৩৩ লাখ ৭২ হাজার ৬৪৩ জন। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। গতকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৫৯ হাজার ৭৪৮ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৪৬৭ জনের। যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু- উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৯৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭ হাজার ২৩২ জনের।  মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ছয় নম্বরে। মেক্সিকোতে গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ১৭ হাজার ৫১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৫৪৩ জনের। আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় রয়েছে চতুর্থ স্থানে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ২৬ হাজার ১৯২ জন। আর মৃত্যু হয়েছে ৪৯ হাজার ৩৬ জনের। ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১২তম। রবিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ২০৮ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৭৯১ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর