শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ভোটের রাজনীতির চেয়ে গুরুত্ব পেয়েছে মানবতা

-খায়রুজ্জামান লিটন

ভোটের রাজনীতির চেয়ে গুরুত্ব পেয়েছে মানবতা

‘করোনায় মাঠের রাজনীতি নেই। তবে বড় সুযোগ হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর। আমরা যারা রাজনীতি করি, তারা তো সবসময় মানুষের পাশে থাকি। করোনাকালে সেই সুযোগটি আরও বেশি করে কাজে লাগানোর চেষ্টা করেছি।’

করোনাকালের রাজনীতি নিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। লিটন বলেন, কোন ওয়ার্ডের মানুষ কী অবস্থায় আছে, দলীয় নেতা-কর্মীরা কেমন আছে-সবসময় খোঁজ নিয়েছি। বলা যায়, মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করেছি সবসময়। ভোটের রাজনীতির চেয়ে এই সময়ে গুরুত্ব পেয়েছে মানবতা। তিনি বলেন, অন্য সময় দলীয় কর্মকান্ড নিয়ে রাজনীতি বেশি হয়েছে। কিন্তু গত সাত মাসে মানবতাকে গুরুত্ব দিয়ে যা করা দরকার জনগণের জন্য সবই করেছে আওয়ামী লীগ। নগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবাই সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। পাশাপাশি অন্য সহযোগিতাও করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জীবাণুনাশক ¯ন্ডেপ্র শুরু হয়েছে। মহানগরীর ২৬টি পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক বিতরণ কার্যক্রমও করা হয়েছে। চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) আনা হয়েছে। জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, মাইকিং, ডিশ ক্যাবল লাইনে প্রচার, ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসা ব্যবস্থা ও খাদ্য সংকট মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা নাগরিকদের নিরাপদ রাখতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, এই সময়ে দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে সীমিত পর্যায়ে। সরকারি দল হিসেবে কোনো কর্মসূচি থাকলে সেখানে প্রচুর মানুষের ভিড় হয়। চেষ্টা করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে দলীয় কর্মকান্ড চালানো। তবে সব ক্ষেত্রেই প্রাধান্য পেয়েছে মানুষের প্রয়োজনীয়তা আর মানুষ কীভাবে ভালো থাকবে সেটি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবসময় মানুষের পাশে ছিল দাবি করে লিটন বলেন, অন্য রাজনৈতিক দলগুলোকে এ সময় মানুষের পাশে দেখা যায়নি। ভোটের সময় অনেক রাজনৈতিক দলকে মাঠে দেখা যায়, সরকারের সমালোচনা করতে দেখা যায়। কিন্তু মানুষের সবচেয়ে দুঃসময়ে তাদের পাশে পায় না জনগণ। আওয়ামী লীগ দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায়, আগেও যেমন প্রমাণিত, এবার করোনাকালেও মানুষ সেটি দেখতে পেয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর