শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মন জয়ের সুযোগ হাতছাড়া করেছে দুই দলই

-আহমেদ শফি উদ্দিন

মন জয়ের সুযোগ হাতছাড়া করেছে দুই দলই

রাজনৈতিক দলগুলোর প্রথমদিকের পদক্ষেপগুলো প্রশংসনীয় ছিল। তবে যতদিন গেছে, দলগুলো তাদের কর্মকান্ড কমিয়ে ফেলেছে। এই সময়ে রাজনৈতিক দলগুলো মানুষের খুব কাছে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু তারা সেটি করতে পারেনি। আওয়ামী লীগ দলীয়ভাবে ও ক্ষমতাসীন হওয়ায় কিছুটা ভূমিকা রেখেছে। বিএনপিকে এক্ষেত্রে মাঠে দেখায় যায়নি। বড় দুটি রাজনৈতিক দলই মানুষের মন জয় করার সুযোগ হাতছাড়া করেছে। করোনাকালে রাজনৈতিক দলগুলোর কর্মকান্ড নিয়ে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলা কমিটির সভাপতি আহমেদ শফি উদ্দিন। তিনি বলেন, করোনার শুরুতে মেয়র, এমপি এবং স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় লকডাউন কার্যকর করা এবং ত্রাণ পৌঁছানোর কাজ অবশ্যই প্রশংসনীয়। দলগতভাবেও আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টিকে মাস্ক বিতরণ এবং খাদ্য ও ত্রাণ বিতরণ করতে দেখেছি। তবে লকডাউন উঠে যাওয়ার পর সব চুপচাপ। প্রাথমিকভাবে ঘরে চিকিৎসার সময় প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার সিন্ডিকেটের কারণে রাজশাহীতে ভাড়া পাওয়া যায় না, যা অনেক জেলাতেই আছে। ৩০ থেকে ৬০ হাজার টাকা খরচ করে কজন কিনতে পারেন? করোনা চিকিৎসার দুটি হাসপাতালে প্রয়োজনীয় হাইফ্লো অক্সিজেন ক্যানোলা না থাকায় মৃত্যু বাড়ছে। এসব নিয়ে ক্ষমতাসীনদের কাজ করা উচিত ছিল। তারা সেটি করেননি। সিটি করপোরেশন করোনা টেস্টে ভালো সহযোগিতা করছে। তবে ২০টি স্বাস্থ্য কেন্দ্র চরম এই বিপদে চিকিৎসার কোনো কাজেই আসছে না। আহমেদ শফি উদ্দিন বলেন, স্বাস্থ্যসেবা খাতে যখন সরকারের নানামুখী ব্যর্থতা আছে, তখন সেগুলো তুলে ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকার সুযোগ ছিল বিএনপির। কিন্তু আমরা বিএনপিকে সেই ভূমিকায় দেখিনি।

 বিএনপি আগে থেকেই অনেকটা দূরে। এই করোনাকালে তারা যেন নিজেদের আরও গুটিয়ে নিয়েছে। তারা মানুষের নানা সমস্যার কথা তুলে ধরতে পারত। রাজশাহীতে ভোট তো নগরীর জনগণই দেবে। তারা নগরবাসীর সমস্যা নিয়ে সরব থাকতে পারত। বিএনপি এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তাদের নেতা-কর্মীরা প্রথমদিকে যতটা সরব ছিল, এখন তেমন নেই। তারা ব্যক্তিগত ও সরকারিভাবে পাওয়া ত্রাণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে প্রথমদিকে। কিন্তু এখন তাদের দলীয় গন্ডির বাইরে আর দেখা যাচ্ছে না। বিএনপির নীরবতার সুযোগ যতটা আওয়ামী লীগ কাজে লাগাতে পারত, সেই সুযোগটা একটুও কাজে লাগাতে পারেনি তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর