শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

স্পেন ইতালি জার্মানিতে সংক্রমণ ফের বেড়েছে

প্রতিদিন ডেস্ক

স্পেন, ইতালি এবং জার্মানিতে দুই-তিন মাসের মধ্যে সর্বোচ্চ মানুষ নভেল করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। জার্মানিতে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭০৭ জন নতুন রোগী পাওয়া গেছে। এপ্রিলের পর এটি সর্বোচ্চ। অন্যদিকে স্পেনে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭১৫ জন। ইতালিতে ৬৪২ জন। সূত্র : বিবিসি।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বিশ্বে মোট রোগীর সংখ্যা অন্তত ২ কোটি ২৭ লাখ। মারা গেছেন ৭ লাখ ৯২ হাজার মানুষ। সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৭৬ জন। আক্রান্তের তালিকায় ১০ নম্বরে থাকা স্পেনে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ লাখ ৮৭ হাজার ৯৮৫ জন। মোট মৃত্যু ২৮ হাজার ৭৯৭ জনের। ১৭ নম্বরে থাকা ইতালিতে আড়াই লাখের বেশি মানুষ নতুন রোগটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৩৫ হাজার ৪১২ জন। তালিকায় ১৯ নম্বরে জার্মানি। দেশটিতে ৯ হাজার ৩১৪ জন মারা যাওয়ার পাশাপাশি মোট ২ লাখ ২৯ হাজার ৭০০ জন শনাক্ত হয়েছেন।

দিল্লির ২৯ শতাংশ মানুষের দেহে অ্যান্টিবডি : ভারতের দিল্লিতে প্রায় এক তৃতীয়াংশ মানুষের মধ্যে কভিড-১৯ এর অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। সম্প্রতি এক সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। সূত্র : এনডিটিভি।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, দ্বিতীয় সেরো সমীক্ষায় দেখা গেছে যে রাজধানীর ২৯.১ শতাংশ বাসিন্দার শরীরে করোনাভাইরাসের প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। অর্থাৎ দিল্লির ৫৮ লাখ মানুষের শরীরে এখন অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। ওই সমীক্ষায় আরও দেখা গেছে, দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলাতেই সব থেকে বেশি মানুষ অর্থাৎ প্রায় ৩৩.২ শতাংশের মধ্যে এ অ্যান্টিবডির অস্তিত্ব মিলেছে। নয়াদিল্লি এলাকায় সেই তুলনায় এ পরিমাণ কিছুটা হলেও কম। সেখানে ২৪.৬ শতাংশের শরীরে মিলেছে অ্যান্টিবডি। ভারতীয় বিজ্ঞানীরা মনে করছেন, ৪০ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেলে হার্ড ইমিউনিটির ব্যাপারটি শুরু হয়ে যাবে। ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে যাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে তারা মোটামুটি আগামী ৬ থেকে ৮ মাস করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর