শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

টানা ক্ষমতায় থাকতে সরকার এখন মরিয়া : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করে  দেশে ‘একনায়কতন্ত্র’ চালু করেছে। আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে তারা (সরকার) দখল করে নিয়েছে।  সেটা দখল করেছে শুধু বন্দুক-পিস্তলের জোরে। তারা টানা ক্ষমতায় থাকার জন্য, একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আজকে বাংলাদেশ সত্যিকার অর্থেই গণতন্ত্রবিহীন, একটা ফ্যাসিবাদী একনায়কতন্ত্রে পরিণত হয়েছে।

গতকাল বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়ালে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের পরিচালনায় আলোচনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সিরাজুল হক, নিলোফার চৌধুরী মনি, রশিদুজ্জামান মিল্লাত, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, প্রয়াত নেতার সহধর্মিণী মাহমুদা সালাম প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর