শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বেনাপোল দিয়ে শর্ত পূরণ করে ভারত গেলেন ২৩৩ জন

বেনাপোল প্রতিনিধি

২৩৩ ভারতীয় নাগরিক দীর্ঘ প্রায় পাঁচ মাস বাংলাদেশে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন। বাংলাদেশ থেকে পাসপোর্ট যোগে ভারতে প্রবেশের তিন শর্ত মেনে প্রথম দিন বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তারা দেশে ফেরে। আর এ সময় চারজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী ভারতে গেছেন। প্রথম দিনেই যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে।

করোনাভাইরাস প্রতিহত করতে বেনাপোল চেকপোস্ট দিয়ে সব পাসপোর্ট যাত্রীদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। দীর্ঘ চার মাস ২৩ দিন পর ভারত সরকারের শর্ত মেনে তারা প্রবেশ করছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান, বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের মধ্যে ২৩৩ জন দেশে ফিরেছেন। বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা ভারত ভ্রমণের শর্ত পূরণ করলে ও কাগজপত্র সঠিক থাকলে ভারতে প্রবেশ করতে পারবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর