শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

পবিত্র আশুরা ৩০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

আজ পয়লা মহররম। ১৪৪২ হিজরির প্রথম দিন। স্বাগত হিজরি নববর্ষ। গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক শেষে জানিয়েছে, বাংলাদেশের আকাশে গত সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ৩০ আগস্ট ১০ মহররম পবিত্র আশুরা পালিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। মুসলিম পঞ্জিকা অনুযায়ী মহররম হিজরি বর্ষ বা চান্দ্রবর্ষের প্রথম মাস। মুসলমানদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ-উৎসবসহ ইতিহাসের ঘটনাবলি হিজরি সন অনুসারে পালন করা হয়। রোজা, ঈদ, হজ, আশুরা, শবেবরাত, শবেকদর, শবেমেরাজসহ ইসলামের বিভিন্ন বিধিবিধান হিজরি সনের দিন-তারিখ ঘিরে অনুষ্ঠিত হয়ে থাকে। হিজরি বর্ষপঞ্জিকার সঙ্গে জড়িয়ে আছে প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর হিজরতের স্মৃতি। এ মাসেই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন বলে এ ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে মহররম মাসকে হিজরি সনের প্রথম মাস ধরে সন গণনা শুরু হয়। কারণ খ্রিস্টান সম্প্রদায় হজরত ঈসা (আ.)-এর জন্মের মাস থেকেই খ্রিস্টাব্দের গণনা শুরু করেছিল। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) হিজরি সন গণনা চালু করেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর