রবিবার, ২৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

লুটপাটকারীদের কঠোর বার্তা দিতে হবে

-আবু আহমেদ

লুটপাটকারীদের কঠোর বার্তা দিতে হবে

বিশিষ্ট অর্থনীতিবিদ ও শেয়ারবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেছেন, বিএসইসির বর্তমান কমিশনের ওপর পূর্ণ আস্থা আছে। তারা ভালো কিছু করবেন। দায়িত্ব নেওয়ার পর তারা বেশকিছু পদক্ষেপ নিয়েছেন। যাতে মানুষের মধ্যে আস্থা ফিরে এসেছে। তবে যারা লুট করেছে তাদের কঠোর বার্তা দিতে হবে। শেয়ারবাজার থেকে টাকা নিয়ে নিজেদের পকেটে ঢুকিয়েছেন তাদের জেলে নিতে হবে। তবেই মানুষের আস্থা অটুট থাকবে। এ ছাড়া স্থিতিশীল হয়ে ওঠা বাজার ধরে রাখতে ভালো কিছু শেয়ার বাজারে অবশ্যই নিয়ে আসতে হবে। তার কোনো বিকল্প নেই। যে পরিমাণ লেনদেন হচ্ছে সেটা কত দিন থাকবে তা বলা যায় না। কারণ দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার মতো কোম্পানির সংখ্যা খুবই কম। এ ছাড়া যারা লুট করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক দৃশ্যমান পদক্ষেপ অব্যাহত রাখা উচিত। আবু আহমেদ বলেন, কয়েক দিন ধরে যেসব কোম্পানির শেয়ার দর বাড়ছে তার মধ্যে বেশিরভাগই খুবই দুর্বল ও কারসাজিতে অভিযুক্ত প্রতিষ্ঠান। বাজার থেকে টাকা উত্তোলন করে সঠিকভাবে ব্যবহার করেনি। এসব কোম্পানির শেয়ার দর বাড়লে আশঙ্কা তৈরি হয়। বিএসইসি হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যারা ব্যাংক ঋণ শোধ করার কথা বলে টাকা উত্তোলন করেছে। কিন্তু ঋণ শোধ না করে আরও নিয়েছে। নিজেদের সহযোগী কোম্পানি চালিয়েছে। তারা মূলত সরাসরি লুটের সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, শেয়ারবাজারে মৌলভিত্তির কোম্পানি খুবই কম। সরকারি কোম্পানির শেয়ার বিক্রির কথা দীর্ঘদিন ধরে শুনে আসছি। কিন্তু কেউ বিক্রি করতে পারছে না। ওসমানিয়া গ্লাস ও ইস্টার্ন ক্যাবলসের অনেক সম্পদ আছে। তাদের শেয়ার বিক্রি করলে সরকার অনেক টাকা পেত। কিন্তু বেসরকারি কোম্পানির শেয়ার বিক্রির কথা বলেন। কিন্তু নিজেদের শেয়ার বিক্রি করতে পারে না। এটা অদক্ষতা। এ ছাড়া দেশের ওষুধ খাতে বড় ও ভালো কোম্পানি রয়েছে। হেলথকেয়ার, ইনসেপ্টা ও এরিস্টোফার্মা অন্যতম। এদের বাজারে আনার উদ্যোগ নিতে হবে। তাদের সুবিধা দিয়ে বাজারে আনতে হবে।

সর্বশেষ খবর