রবিবার, ২৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

রাজনৈতিক দলগুলোর ভূমিকা হতাশ করেছে

-অ্যাডভোকেট কুদরত-ই খুদা

রাজনৈতিক দলগুলোর ভূমিকা হতাশ করেছে

‘করোনা মোকাবিলায় চিকিৎসা পেশায় জড়িতদের পর দ্বিতীয় ফ্রন্ট ফাইটার হচ্ছেন রাজনৈতিক দলের কর্মীরা। এত বড় দুর্যোগে আরও বেশি ত্রাণ ও সেবা কার্যক্রম নিয়ে মানুষের পাশে যাওয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু স্বাস্থ্যসেবা ও ত্রাণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ ও সেই সঙ্গে বিরোধী দলগুলোর নীরবতায় হতাশ জনগণ। করোনায় মানুষের কাছে যাওয়ার যে সুযোগ ছিল, তা হারিয়েছে রাজনৈতিক দলগুলো।’ করোনাকালের রাজনীতি নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই খুদা। তিনি বলেন, সব ক্ষেত্রেই আন্তরিকতার অভাব চোখে পড়েছে। সরকারি ত্রাণ বিতরণ নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নিজস্ব তহবিল থেকে রাজনৈতিক নেতারা জনগণের পাশে দাঁড়িয়েছে এমন উদাহরণ দেখা যায় না। খুলনায় স্বাস্থ্যসেবায় অপ্রতুলতা, করোনা পরীক্ষায় হয়রানি, দুর্নীতি-অনিয়ম নিয়ে নানা কথা হয়েছে, কিন্তু এক্ষেত্রে সরকারি দলের ভূমিকা দেখা যায়নি। সরকারি ত্রাণ বিতরণে খুলনায় সরকারি দলের নেতারা অনিয়মের বিষয়ে সোচ্চার থাকলেও ১০ টাকা কেজির চাল ও ত্রাণ সহায়তা নিয়ে মানুষের ক্ষোভ রয়েছে। একইভাবে করোনা পরিস্থিতিতে বিএনপিরও উল্লেখযোগ্য ভূমিকা নেই। তারা অক্সিজেন সাপোর্ট বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, এটা ভালো উদ্যোগ। কিন্তু আরও উদ্যোগ তারা নিতে পারত। স্বাস্থ্যসেবা নিয়ে যেসব অভিযোগ আছে, বিরোধী দল সেই সুযোগ কাজে লাগিয়ে জনমত তৈরি করতে পারত, আন্দোলনে সোচ্চার হতে পারত। কিন্তু তাদের নীরবতায় জনগণের আস্থা হারাতে হয়েছে। নাগরিক নেতা কুদরত-ই খুদা বলেন, কিছু সুবিধাভোগী ছাড়া ত্যাগী আওয়ামী লীগ নেতা-কর্মীরা শুরু থেকেই মাঠে রয়েছেন, কিন্তু করোনায় যথেষ্ট ত্রাণ সহায়তা ও স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখতে পারেননি। এমনকি করোনায় বিএনপির নীরবতার সুযোগকে কাজে লাগাতে পারত আওয়ামী লীগ। তিনি বলেন, দাবি আদায়ের আন্দোলন থেকেও সরে গেছে বিএনপি। সরকার যে সময়টায় খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, এটা সঠিক সময় নয়। পাটকল বন্ধের কারণে দৌলতপুর-খালিশপুরের হাজার হাজার মানুষ চাকরিচ্যুত হয়েছে। কিন্তু এত বড় ঘটনায়ও শ্রমিকদের পাশে ছিল না রাজনৈতিক দলগুলো। ভোটের রাজনীতিতে যারা এখানকার মানুষের ভোট নিয়েছেন তারাও পাশে ছিলেন না। ফলে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে হতাশ সাধারণ মানুষ।

সর্বশেষ খবর