সোমবার, ২৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা
রিফাত হত্যা মামলা

শিশু আদালতে সাক্ষ্য তদন্ত কর্মকর্তার

বরগুনা প্রতিনিধি

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ূন কবির। এর আগে করোনা সংক্রমণের আগে ৭৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। করোনার পর আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় গতকাল থেকে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু করেছে আদালত। এর আগে এ মামলার সাত আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ ছাড়া আদালতে হাজির হয়েছেন এ মামলায় জামিনে থাকা অপর সাত অপ্রাপ্তবয়স্ক আসামি। শিশু আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, শিশু আদালতে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য চলছে। তার সাক্ষ্যগ্রহণ শেষ হলে এ মামলায় ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হবে। প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে তারা। গুরুতর আহত রিফাত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিনই মারা যান।

সর্বশেষ খবর