সোমবার, ২৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা
কৃষি

লাউয়ের মাচায় কৃষকের স্বপ্ন

দীপংকর ভট্টাচার্য, শ্রীমঙ্গল

লাউয়ের মাচায় কৃষকের স্বপ্ন

পাশাপাশি দুটি লাউয়ের মাচা। মাচায় ঝুলছে ছোট বড় প্রায় শ’পাঁচেক লাউ। লাউয়ের সাদা ফুলে ভরে আছে মাচার উপরিভাগ। ডগায় ডগায় উঁকি দিচ্ছে কচি লাউ। মাচায় ঝুলে থাকা এই শত শত লাউকে ঘিরে স্বপ্ন বুনছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল  উপজেলার সিন্দুরখান ইউনিয়নের খোয়াজপুর গ্রামের কৃষক আলী হোসেন লিটন। গত বছর লাভের টাকা দিয়ে কিনেছিলেন ট্রাক্টর। এবার করবেন ছাগলের খামার। কৃষক আলী হোসেন লিটন জানান, তিনি ২০০৫ সালে ঢাকায় চাকরি ছেড়ে বাড়িতে এসে কৃষিকাজ শুরু করেন। প্রথম বছর তিনি মাত্র ৩০ শতক জমিতে লাউ চাষ করেছিলেন। লাউ বিক্রি করে তার লাভ হয়েছিল প্রায় এক লাখ টাকা। বছর বছর লাউ বিক্রির লাভ্যাংশ দিয়ে পূরণ করছেন তার স্বপ্ন। মাটির ঘর ভেঙে করেছেন পাকা ঘর। কিনেছেন দোকান ভিটা। ছোট ভাইকে পাঠিয়েছেন সৌদি আরব। চলতি বছরে তিনি ২০ শতক জমিতে লাউ চাষ করেছেন। আগস্টের প্রথম সপ্তাহ থেকে লাউ বিক্রি শুরু করেছেন। ২০ দিনে প্রায় ৩৫০টি লাউ বিক্রি করে পেয়েছেন ১৮ হাজার টাকা। খরচ বাদ দিয়ে এ বছরও প্রায় সত্তর হাজার টাকা লাভ হবে বলে আশা করছেন তিনি। তাঁর এই সফলতা দেখে এলাকার অনেক কৃষক এখন লাউ চাষে আগ্রহী হচ্ছেন। শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, লাউ চাষ খুব লাভজনক। বিশেষ করে অসময়ে (যখন লাউ চাষের মৌসুম না) লাউ চাষ করে কৃষকরা অধিক লাভবান হতে পারেন।

সর্বশেষ খবর