মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বিএনপির কোনো কর্মকাণ্ড জনগণের চোখে পড়েনি

-এ কে এম জাহাঙ্গীর

বিএনপির কোনো কর্মকাণ্ড জনগণের চোখে পড়েনি

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেছেন, বিএনপির কোনো রাজনীতি নেই। তারা মানুষের পাশে নেই। তারা যা করেছে তা লোক দেখানো। মিডিয়ার সামনে কিছু ত্রাণ দেওয়ার মধ্যেই তাদের কার্যক্রম সীমিত ছিল।

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে বরিশালের করোনাকালীন রাজনীতি বিষয়ে আলাপকালে এ কে এম জাহাঙ্গীর আরও বলেন, করোনার শুরু থেকেই মহানগর আওয়ামী লীগ অসহায় মানুষের পাশে আছে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ ১ লাখ মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। সাংগঠনিক কার্যক্রমও সীমিত আকারে চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, কাউন্সিলের মাধ্যমে ৩০টি ওয়ার্ডে কমিটি করেছি। মহানগর কমিটিও কাউন্সিলের মাধ্যমে হয়েছে। কিন্তু মহামারীর কারণে কমিটি পূর্ণাঙ্গ হয়নি। তিনি বলেন, মহানগর কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরাই স্থান পাবেন। মহানগর যুবলীগের দীর্ঘদিনের পুরনো কমিটি। ছাত্রলীগের কমিটিও মেয়াদোত্তীর্ণ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে উভয় সংগঠনের কমিটি হালনাগাদ করার কার্যক্রম হাতে নেওয়া হবে। বিএনপি সম্পর্কে এ কে এম জাহাঙ্গীর বলেন, তাদের কমিটিরই অস্তিত্ব নেই। আমরাও দীর্ঘদিন বিরোধী দলে ছিলাম। সে সময় আমরা পুলিশের ধাওয়া খেয়েছি, পিটুনি খেয়েছি। বিএনপির পিটুনি খেয়েছি। তার পরও কিন্তু সাংগঠনিক কার্যক্রম চালিয়েছি। তাদের তো সেভাবে দেখা যায় না। আগামী দিনে বরিশালের রাজনৈতিক-সামাজিক অবস্থা কেমন দেখতে চান- জানতে চাইলে মহানগর আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী দিনে বরিশালের রাজনৈতিক-সামাজিক অবস্থা এখন যেভাবে আছে সেভাবেই বজায় থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। রাজনৈতিক প্রতিহিংসা নেই। রাজনৈতিক মামলা-মোকদ্দমা নেই। মারামারি-সংঘাত, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি নেই। সুন্দরভাবে চলছে। এ অবস্থা যাতে বজায় থাকে আওয়ামী লীগ সেটাই কামনা করে।

সর্বশেষ খবর