মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

টেস্ট কমলেও মৃত্যুহার কমছে না

২৪ ঘণ্টায় শনাক্ত ২৪৮৫, মৃত্যু ৪২

নিজস্ব প্রতিবেদক

টেস্ট কমলেও মৃত্যুহার কমছে না

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত শনাক্তে টেস্টের সংখ্যা কমলেও মৃত্যুহার কমছে না। করোনা শনাক্তে পর্যায়ক্রমে ল্যাব সংখ্যা বাড়ানো হলেও বাড়েনি নমুনা টেস্টের সংখ্যা। সক্ষমতা অনুযায়ী টেস্ট হচ্ছে না ল্যাবগুলোতে। এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট করোনা ডট গভ: ডট বিডির এক পরিসংখ্যানে দেখা যায়, গত ১০ আগস্ট দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৩৯ জন, ১২ আগস্ট তা বেড়ে দাঁড়ায় ৪২ জনে, এর পরদিন বেড়ে হয় ৪৪ জনে। আবার মাঝে কয়েক দিন মৃত্যুহার কমে এলেও ১৮ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৪৬ জন, ২২ আগস্ট ৪৬ জন। অন্যদিকে গত রবিবার ১০ হাজার ৮০১টি নমুনা টেস্ট করা হয়। এর আগে শনিবার টেস্ট করা হয় ১১ হাজার ৩৫৬টি। বৃহস্পতিবার করোনাভাইরাস শনাক্তের জন্য টেস্ট করা হয় ১৪ হাজার ৫৯টি নমুনা। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৭৫টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৮২টি। এখন পর্যন্ত ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৮৫ জন। এখন পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৪২ জন, এ পর্যন্ত ৩ হাজার ৯৮৩ জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। এতে আরও বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ১৩৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮৪৬ জন। মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে একজন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং ৪ জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।  সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৪৮৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২৮৭ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৮২০ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪৬ হাজার ৯৪০ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৬৭ হাজার ২২৭ জনকে।

সর্বশেষ খবর