বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনার আক্রমণ চ্যালেঞ্জে আওয়ামী লীগ

-আমিনুল হক শামীম

করোনার আক্রমণ চ্যালেঞ্জে আওয়ামী লীগ

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম বলেছেন, টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায়। নেই কোনো রাজনৈতিক চাপ। নেই প্রতিপক্ষের কোনো কঠোর কর্মসূচি। কিন্তু বৈশি^ক মহামারী অদৃশ্য শত্রু করোনাভাইরাসের আক্রমণে হঠাৎ করেই আওয়ামী লীগকে কঠিন চ্যালেঞ্জের মুখে নিয়ে গেছে। সব কিছু উতরে এখন মানুষের পাশে থাকাটাই সবচেয়ে বড় রাজনীতি বলে মনে করেন এই নেতা। বাংলাদেশ প্রতিদিনকে আমিনুল হক শামীম বলেন, চ্যালেঞ্জে ভালোভাবেই মোকাবিলা করছে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল। কিন্তু করোনার থাবায় আমাদের অনেক বর্ষীয়ান নেতা ও তাদের স্বজন প্রাণ হারিয়েছেন যা দলের জন্য বৃহৎ ক্ষতি। তিনি বলেন, জীবন এবং জীবিকাকে পাশাপাশি রেখে মানুষ যেন অর্থনৈতিক সংকটের মধ্যে না পড়ে সে বিষয়টাকে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে বর্তমান সরকার। সুফলও মিলছে। রপ্তানি ঘুরে দাঁড়িয়েছে। অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকান্ডে গতি ফিরছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি ২০২০-২১ অর্থবছরে একটি ‘স্বাস্থ্যকর প্রবৃদ্ধি’ হবে। দুর্যোগের শুরু থেকেই আওয়ামী লীগের সব কর্মকান্ড সাধারণ মানুষ কেন্দ্রিক উল্লেখ করে আমিনুল হক শামীম আরও বলেন, দলের নিয়মিত অনেক কার্যক্রম স্থগিত করা হয়েছে। এতে করে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ দুর্বল হবে না। বরং মত পার্থক্য ভুলে দলীয় প্রধানের নির্দেশে দলের প্রতিটি কর্মী আর্তমানবতার ডাকে সাড়া দিচ্ছেন। তিনি মনে করেন, বাঙালি জাতির প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনের ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগের অবদান সবচাইতে বেশি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দলটিই দেশের স্বাধীনতা এনেছে। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অতীতের অনেক ঘাত-প্রতিঘাত মোকাবিলা করেই অর্থনৈতিক মুক্তি অর্জনের পথে দেশকে দাঁড় করিয়েছে। নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আওয়ামী লীগ আজকের অবস্থানে এসে পৌঁছেছে। আমরা বিশ্বাস করি, নতুন এই চ্যালেঞ্জ মোকাবিলা করাটাও দলটির পক্ষে দুরূহ হবে না। অচিরেই সংকটের কালো মেঘ কেটে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে দেশ ও জাতির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতও করা হবে।

সর্বশেষ খবর