বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

জামালপুরে বাড়ি থেকে মা-ছেলের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ভাই বোন হত্যায় মামা আটক

জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূ ও তার ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর গ্রাম থেকে গতকাল সকালে লাশ দুটি উদ্ধার করা হয় বলে মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান। মৃতরা হলেন ওই গ্রামের কাঠ ব্যবসায়ী হারুন অর রশীদের স্ত্রী মোসলেমা আক্তার শিখা (৩২) ও তাদের পাঁচ বছরের ছেলে। ওসি বলেন, মোসলেমা ও তার ছেলের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হারুনকে আটক করা হয়েছে। তবে ঘটনায় কে বা কারা জড়িত তৎক্ষণাৎ জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ভাই বোন হত্যার ঘটনায় মামা আটক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আপন ভাইবোনের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তাদের মামা বাদল মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ। গতকাল ভোরে রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার রাতে উপজেলার সলিমাবাদ গ্রামের প্রবাসী কামাল মিয়ার ছেলে কামরুল হাসান ও কন্যা শিফা আক্তারকে ঘরের ভিতর জবাই করে হত্যা করা হয়। ওই দিন নিহতদের মামা বাদল মিয়া ওই বাড়িতে অবস্থান করছিল। হত্যাকান্ডে র পর সে পালিয়ে যায়। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বাদল মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিহত কামরুল ও শিফার মামা বাদল মিয়াকে ঢাকা থেকে আটক করা হয়েছে। তাকে ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। উল্লেখ্য, উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামের সৌদি প্রবাসী কামাল হোসেনের ছেলে কামরুল হাসান সোমবার বিকাল থেকে নিখোঁজ হয়। তাকে খুঁজতে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিংও করতে থাকেন। সন্ধ্যার পর কামরুলের বোন শিফা আক্তারও নিখোঁজ হয়। পরে রাত ৮টার দিকে মা হাসিনা বেগম নিজের বাড়ির পৃথক দুটি কক্ষের খাটের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাদের মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাইাবোনের মরদেহ উদ্ধার করে।

সর্বশেষ খবর