বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

এক রেস্টুরেন্টেই পৌনে দুই কোটি টাকা ভ্যাট ফাঁকি

নিজস্ব প্রতিবেদক

আয় কম দেখিয়ে পৌনে দুই কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে রাজধানীর বাংলামোটরের অভিজাত রেস্টুরেন্ট দ্য গ্রিন লাউঞ্জ। রেস্টুরেন্টটিতে অভিযান চালিয়ে ১ কোটি ৭৫ লাখ টাকা ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

গতকাল বাংলামোটর মোড়ে অবস্থিত গ্রিন লাউঞ্জে এ অভিযান পরিচালনার তথ্য দিয়েছে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, রেস্টুরেন্টটি ২০১৮ সালের মে মাস থেকে ২৩ মাসে ১ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার ২৯৪ টাকা বিক্রি দেখিয়েছে। এর বিপরীতে ভ্যাট জমা দিয়েছে ২৫ লাখ ৫৬ হাজার ৩৮ টাকা। অথচ রিটার্ন অনুযায়ী গ্রিন লাউঞ্জ ঘোষিত মাসিক বিক্রির পরিমাণ মাত্র ৮ লাখ ৫২ হাজার ৯১৩ টাকা এবং ভ্যাট ১ লাখ ১১ হাজার  ১৩২ টাকা। অভিযান চলাকালে রেস্টুরেন্টটি থেকে বিক্রির কাগজপত্র উদ্ধারকালে ভ্যাট ফাঁকির বিষয়টি ধরা পড়ে। উদ্ধারকৃত কাগজপত্রে উল্লিখিত ২৩ মাসে ১৫ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৯২২ টাকা বিক্রির তথ্য পাওয়া যায়। অর্থাৎ রিটার্নে গ্রিন লাউঞ্জ তাদের মোট বিক্রির ৮৭ শতাংশ গোপন করেছে। গোয়েন্দাদের হিসাবে, এই ২৩ মাসে ১ কোটি ৭৫ লাখ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে গ্রিন লাউঞ্জ। ভ্যাট ফাঁকির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর