বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা
কৃষি

জনপ্রিয় হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান

নওগাঁ প্রতিনিধি

জনপ্রিয় হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান

নওগাঁর রাণীনগরে পারিবারিক পুষ্টি বাগান দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। করোনা মহামারী, বন্যাসহ নানা আপদকালীন সময়ে যেন আমাদের দেশে সবজি উৎপাদনে কোনো প্রভাব না পড়ে সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্যোগ মোকাবিলায় দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে প্রতি ইঞ্চি কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী স্থাপন করা হচ্ছে এই পারিবারিক পুষ্টি বাগান। উপজেলা কৃষি অফিস জানায়, করোনাভাইরাস প্রতিরোধে পুরো দেশ যখন লকডাউনে ছিল তখন সবজি সরবরাহ ও উৎপাদনসহ নানা বিষয়ে চরম সংকটের সৃষ্টি হয়েছিল। এ ছাড়াও সম্প্রতি তিন বারের বন্যায় সবজির খেত নষ্ট হয়েছে। সেই সংকট আগামীতে যেন বৃহৎ আকার ধারণ না করে সেই লক্ষ্যে উপজেলা পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর কৃষকদের তাদের ফেলে রাখা বাড়ির আঙ্গিনাসহ পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান তৈরি করতে উদ্বুদ্ধ করে আসছে। উপজেলার ৮টি ইউনিয়নে ২৫৬ জন কৃষকের বাড়িতে এই পারিবারিক পুষ্টি বাগান তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রতিটি পারিবারিক পুষ্টি বাগানে উৎপাদিত নানা রকমের বিষমুক্ত সবজি দিয়ে কৃষকরা নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত সবজিগুলো বাজারজাত করে বাড়তি অর্থও আয় করতে পারবেন। কাশিমপুর গ্রামের কৃষক আবদুর রাজ্জাক বলেন, ‘বাগান তৈরির খরচ হিসেবে সরকারের কাছ থেকে ১৯৩৫ টাকা পেয়েছি। বাগান থেকে উৎপাদিত সবজি দিয়ে আমি বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পারব।’ উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘বর্তমানে উপজেলার কৃষকদের মাঝে এই পারিবারিক পুষ্টি বাগান ব্যাপক সাড়া জাগিয়েছে। আমরা প্রতিটি বাগানে ১৬ প্রকারের সবজির বীজ বিনামূল্যে সরবরাহ করেছি। আশা রাখি আগামীতে উপজেলার প্রতিটি বাড়িতেই তৈরি হবে একটি করে পারিবারিক পুষ্টি বাগান।’

সর্বশেষ খবর