শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনা নিয়ে রাজনীতি করা উচিত নয়

-মাছুদার রহমান হেলাল

করোনা নিয়ে রাজনীতি করা উচিত নয়

বগুড়া সচেতন নাগরিক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল বলেছেন, মার্চ-এপ্রিলে বগুড়ায় করোনাভাইরাসের তেমন কোনো সংক্রমণ ছিল না। কিন্তু এপ্রিল মাসের পর থেকেই বগুড়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব এমন ভয়াবহ হলো যে তা নিয়ে বলার কিছু নেই।  বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, মানুষের মধ্যে সচেতনতা নেই। মাস্ক ছাড়া রাস্তায় বের হচ্ছে। হাত ধোয়ার বিষয়েও আগ্রহী নয়। যেভাবে সচেতনতা বৃদ্ধি করলে বগুড়ার ভয়াবহতা কমত, সেটা হয়নি। বগুড়ায় আওয়ামী লীগ ও বিএনপি বড় দুটি রাজনৈতিক দল নিজেদের দলীয় কার্যক্রম নিয়ে বেশ সক্রিয়। কিন্তু সাধারণ মানুষকে কতটা সচেতন করতে পেরেছে। কতটুকু পাশে থেকে সহযোগিতা করেছে। অথচ রাজনৈতিক দলগুলোর কিছু নেতা-কর্মী মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন ও খাদ্য সহায়তার কথা প্রচার করছে। তিনি বলেন, অভাবী-অসহায় মানুষের ঘরে ঘরে কি খাবার পৌঁছেছে? পৌঁছেনি। সরকারিভাবে বগুড়ায় ২৬ আগস্ট পর্যন্ত ১৪৫ জনের মৃত্যু হয়েছে এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ হাজারের ওপরে। পুরো আগস্ট মাসে বগুড়ায় গড়ে প্রতিদিন ৫০ জন করে সরকারিভাবে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে। তাহলে কী সচেতনতা করা হলো। এর সঙ্গে বলতেই হচ্ছে জেলা শহরের সদর উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। অথচ বড় দুটি দলের নেতা-কর্মীরা কিন্তু এই সদরেই স্বাস্থ্য সচেতন বিষয়ে প্রচারণা চালিয়েছেন। বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী বিতরণ করার কথা বলছেন। রাজনৈতিক ব্যক্তিরা প্রচার চায়, প্রচারে থাকলে কাজের গতিও বাড়ে। কিন্তু সেটা যদি কাজে না আসে তাহলে প্রচার করে কী লাভ হলো। কী এতটা প্রচার হলো যে রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যে বগুড়া সদর উপজেলায় সবচেয়ে বেশি করোনায় মারা গেছে। তিনি বলেন, বলছি না যে, সাধারণ মানুষ একেবারেই খাবার বা সহযোগিতা পায়নি। কিছুতো পেয়েছে। যা মোট জনসংখ্যার তুলনায় কম। অথচ আমাদের কর্র্মী বাহিনী আছে। তবে এ কথা বলতে চাই বিশ্বজুড়েই এখন সংকট চলছে। তাই করোনাভাইরাস নিয়ে আওয়ামী লীগ বা বিএনপি কারোরই রাজনীতি করা উচিত নয়। এখন মানুষের পাশে আগের থেকে আরও বেশিভাবে দাঁড়ানোর সময়। মানুষকে সাহস জোগানোর সময়। সচেতন করে তোলার সময়। আমাদের বড় রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্ব নিতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রতিটি দলের নেতা-কর্মী ও সরকারকে আরও নজর দিতে হবে।

সর্বশেষ খবর