রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

রাজনৈতিক দলের ভূমিকা পর্যাপ্ত ছিল না

-আমীর আলী চৌধুরী

রাজনৈতিক দলের ভূমিকা পর্যাপ্ত ছিল না

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরী বলেন, কুমিল্লায় করোনকালে মানুষের সহায়তায় রাজনৈতিক দলের ভূমিকা পর্যাপ্ত ছিল না। বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। চিকিৎসায় সংকট ছিল। আইসিইউ এসেছে অনেক পরে, আরও আগে আইসিইউ পেলে মানুষের দুর্ভোগ কমত। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট চালু করা হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান একজন দক্ষ কর্মকর্তা। তিনি জেলার সাবেক সফল সিভিল সার্জন। তবে আইসিইউ সেকশনে আরও নজরদারি প্রয়োজন। স্থানীয় সংবাদপত্রে দেখেছি, আইসিইউ সেকশনে চিকিৎসায় গাফিলতি রয়েছে। বিভিন্ন উপজেলায় রাজনৈতিক নেতৃবৃন্দ মানুষের পাশে তেমন দাঁড়াননি বলে জেনেছি। কুমিল্লা সদরে অন্য নেতৃবৃন্দের সঙ্গে এমপি বাহারের কার্যক্রম চোখে পড়েছে। জেলার বিভিন্ন স্থানে তরুণদের দাফনকাজ প্রশংসার দাবি রাখে। প্রবীণ এই শিক্ষাবিদ বলেন, অসহায় মানুষের বড় একটি অংশই সাহায্য পায়নি। সরকার সবাইকে ঘরে থাকতে বললেও পেটের দায়ে অনেকে বাইরে বেরিয়েছে। এতে করোনাও ছড়িয়েছে। রাজনৈতিক দলগুলো ভার্চুয়ালি হয়েও সচেতনতার কাজগুলো করতে পারত। কুমিল্লায় স্বাস্থ্যবিধির বালাই নেই যা সামনের দিনগুলোয় বিপর্যয় ডেকে আনতে পারে।

সর্বশেষ খবর