রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা
কৃষি

নওগাঁয় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক

নওগাঁয় আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে বোরো ধানের দাম ভালো পাওয়ায় এবার আমন রোপণে ঝুঁকছেন তাঁরা। জেলার বিভিন্ন এলাকায় বন্যায় ডুবে যাওয়া মাঠগুলো জেগে উঠছে। সেই সব মাঠসহ জেলাজুড়ে আমন ধান রোপণে সময় কাটছে কৃষকদের।

খাদ্যে উদ্বৃত্ত জেলার রানীনগর উপজেলায় চলতি মৌসুমে ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ইতিমধ্যে প্রায় ৯ হাজার হেক্টর জমিতে আমান ধান রোপণ করা হয়েছে। আউশ মৌসুমে উপজেলার সদর, গোনা, মিরাট, কাশিমপুর, বড়গাছা ইউনিয়নসহ বেশ কিছু এলাকায় প্রায় ১ হাজার ৪২৫ হেক্টর জমির ধান বন্যায় তলিয়ে যায়। ১৪৪ হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তলিয়ে যাওয়া এসব জমি বা মাঠ থেকে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা জমির আগাছা পরিষ্কার করে আমন ধান রোপণ শুরু করেছেন। এবার স্বর্ণা পাঁচ, বিধান ৩৪, হাইব্রিড, গোল্ডেন রাইট, বিধান ৮৭-সহ বিভিন্ন জাতের ধান রোপণ করা হচ্ছে। উপজেলার গৌড়দিঘী গ্রামের কৃষক স্বপন সরকার, বেলঘরিয়া গ্রামের হাসান আলীসহ বেশ কয়েকজন জানান, বন্যার পানিতে জমি তলিয়ে গিয়েছিল, সে কারণে আমন ধান রোপণ করা সম্ভব হয়নি। তবে গত কয়েক দিন পানি নেমে যাওয়ায় জমির আগাছা পরিষ্কার করে ধান রোপণ শুরু করেছি। আগের বছরের তুলনায় এ বছর বোরো ধানের ফলন যেমন ভালো হয়েছে তেমনি বাজারে দামও বেশ ভালো পেয়েছেন চাষিরা। ফলে সব মিলিয়ে আমন ধান চাষে ঝুঁঁকেছেন কৃষকরা। রানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অনুসারে কোনো জমি যেন পতিত না থাকে সে জন্য কৃষি বিভাগ মাঠে ঘুরে ঘুরে বিভিন্ন কাজ করছে। আমন মৌসুমে উপজেলায় ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে ধান চাষ হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর