মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সাহসী ভূমিকায় করোনা জয়

-আবদুস সালাম মুর্শেদী

সাহসী ভূমিকায় করোনা জয়

মহামারী করোনাভাইরাস সংকট উত্তরণে পোশাকশিল্প মালিকদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজই এ শিল্পে করোনা জয়ে মূল ভূমিকা  রেখেছে। এ ছাড়া উদ্যোক্তাদের সাহসী ভূমিকাও বেশ কাজ করেছে বলে মনে করেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী এমপি। দেশের শীর্ষ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এনভয় গ্রুপের এই ব্যবস্থাপনা পরিচালকের মতে, স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু রাখা ও শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই অর্জন এসেছে।

সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন  তিনি। তার মতে, ‘ক্রেতারা যখন পুনরায় অর্ডার দিয়েছেন, আবার বাতিল বা স্থগিত হওয়া ক্রয়াদেশ পুনরায় ফিরিয়ে দিয়েছেন, সে আলোকে ক্রেতাদের সঠিক সময়ে পণ্য সরবরাহ করেছেন মালিকরা। সব মিলিয়ে আমরা একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি অতিক্রম করেছি।’ তিনি ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ব্যাংকগুলোর কাছ থেকে পোশাকশিল্পের ক্ষুদ্র ও মাঝারি বা এসএমই কারখানাগুলো ঋণ পাচ্ছে না। আসলে সংশ্লিষ্টদের মনে রাখতে হবে, ছোট থেকেই বড় কারখানা তৈরি হয়। আমরাও একসময় ছোট বা এসএমই ছিলাম। আজকে পরিশ্রম ও সহায়তা নিয়ে বড় হয়েছি। আরেকটি বিষয় হলো, ছোট কারখানাগুলো ভালো করলে এর সঙ্গে বড়রাও ভালো করবে।’ পোশাকশিল্প মালিকদের এই নেতা বলেন, ‘বাংলাদেশি পোশাকপণ্যের আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠানগুলো তাদের দোকানপাট খোলা শুরু করেছে। আমাদের কারখানাগুলো একেবারে ছোট থেকে শুরু করে মধ্যম সারির ক্রেতাদের পোশাক তৈরি করছে। আসলে মহামারী করোনা থেকে বিশ্ব একটু ঘুরে দাঁড়ালেই বিশাল সম্ভাবনা দেখছি। কারণ আমাদের আছে অন্তর্নিহিত শক্তি। এই শক্তির ওপর ভর করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এগিয়ে যাচ্ছে দেশ। তিনি সবার আস্থায় পরিণত হয়েছেন। এর আগে যত দুর্যোগ এসেছে তা মোকাবিলা করেছি। এখন করোনাকেও জয় করেছি।’ দেশের অন্যতম এই পোশাক রপ্তানিকারক বলেন, ‘করোনা পরিস্থিতিতে অনেক ক্রেতা চীনে অর্ডার দিচ্ছেন না। এই অর্ডার বাংলাদেশে আসবে। ফলে বাংলাদেশের পোশাকশিল্পে উচ্চ প্রবৃদ্ধি হবে সামনের দিনগুলোতে। এ আশা আমরা করতেই পারি। এখন শুধু নিজেদের প্রতিযোগী সক্ষম করে গড়ে তুলতে হবে।’ 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর