মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মৃত্যু ছাড়াল সাড়ে ৮ লাখ

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা সাড়ে আট লাখ ছাড়িয়েছে। গতকাল সকাল পর্যন্ত মৃত্যুর মোট সংখ্যা ছিল ৮ লাখ ৫১ হাজার ৯৯ জন। পাশাপাশি আক্রান্তের সংখ্যা পৌঁছায় ২ কোটি ৫৫ লাখে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী, গত রবিবার ভারতে এক দিনে ৭৯ হাজার ৪৫৭ জন সংক্রমিত হয়ে বিশ্ব রেকর্ড গড়ে। তবে জন হপকিন্সের সমীক্ষা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ৬১ লাখ সংক্রমণ নিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে, তারপর ব্রাজিলে ৩৮ লাখ ৬২ হাজার এবং ভারতে ৩৬ লাখ ১৯ হাজার মানুষ।

প্রাপ্ত খবর অনুযায়ী, আমেরিকা সংক্রমণ তালিকার শীর্ষে থাকলেও, উত্তরের থেকে লাতিন আমেরিকার অবস্থা আরও সঙ্গিন। এই মহাদেশের অন্তত পাঁচটি দেশই তালিকার প্রথম দশে। ব্রাজিলে সংক্রমণ ৪০ লাখ ছুঁতে চলেছে। আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে তারা। মৃতের সংখ্যাতেও দ্বিতীয় তারা। ১ লাখ ২০ হাজারের বেশি লোক মারা গেছেন ব্রাজিলে। ব্রাজিল ছাড়া পেরু, কলম্বিয়া, মেক্সিকো, চিলি রয়েছে প্রথম দশে। আর্জেন্টিনা রয়েছে ১১-এ।

‘ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর দেওয়া তথ্য অনুযায়ী, অন্তত ৭০ লাখ মানুষ আক্রান্ত লাতিন আমেরিকায়। ২ লাখ ৭০ হাজারের কাছাকাছি মৃত্যু হয়েছে। এর মধ্যে ব্রাজিল ও মেক্সিকোয় মৃত্যু সবচেয়ে বেশি। বিশ্ব-তালিকায় মৃত্যুর হিসাব অনুযায়ী যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার এই দুই দেশ। মেক্সিকোয় মৃত্যু হার বরং বেশি। ৫ লাখ ৯১ হাজার সংক্রমিত। এর মধ্যে মারা গেছেন ৬৩ হাজার ৮১৯ জন। পেরুতে মৃত্যু সাড়ে ২৮ হাজারের বেশি। কলম্বিয়ায় ১৯ হাজার। আর্জেন্টিনায় ৮ হাজারের সামান্য বেশি। এত দিন এ দেশে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সম্প্রতিক গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৬ আগস্ট এক দিনে ১০ হাজার লোক সংক্রমিত হন। ‘প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন’ সতর্ক করে জানিয়েছে, পেরুসহ ভূমধ্যসাগরীয় অঞ্চলের বেশ কিছু দেশে সংক্রমণের গতি বাড়ছে। ব্রাজিলের ভয়াবহ সংক্রমণ ও মৃত্যুর জন্য সে দেশের সরকারকেই দায়ী করছেন বিজ্ঞানীদের একটা বড় অংশ। অভিযোগ, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো শুরু থেকেই উদাসীন। নিজে আক্রান্ত হয়েও সাংবাদিক বৈঠকে সে খবর জানিয়েছিলেন মাস্কহীন অবস্থায়। অ্যামাজনের জনজাতিদের মধ্যেও করোনা ছড়িয়েছে। সে প্রসঙ্গে বোলসোনারো এক সময়ে বলেছিলেন, ‘ওই জঙ্গলে আর কটা লোক থাকে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর