মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অব্যাহত

আদালত প্রতিবেদক

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ অব্যাহত আছে।

গতকাল মামলার বাদী র‌্যাব-১ এর ডিএডি সাইফুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আংশিক সাক্ষ্য দেন। আজ মঙ্গলবার আসামি পক্ষের আইনজীবীরা এ সাক্ষীকে জেরা  করবেন এবং নতুন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। ২৩ আগস্ট একই আদালত এ মামলার বিচার শুরুর আদেশ দিয়ে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুজ্জামান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুই আসামির বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। মামলা সূত্রে জানা গেছে, ২২ ফেব্রুয়ারি দেশ ছেড়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  থেকে দুই সহযোগীসহ পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ  থেকে সাতটি পাসপোর্ট, দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ১১ হাজার ৪৮১ ডলার, শ্রীলঙ্কা ও ভারতের কিছু মুদ্রা ও দুটি ডেবিট কার্ড জব্দ করে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে একটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা হয়।

সর্বশেষ খবর