মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

ট্রেনে পণ্য পরিবহনে কেনা হচ্ছে ১২৫টি লাগেজ ভ্যান

নিজস্ব প্রতিবেদক

পণ্য পরিবহনে ১২৫টি লাগেজ ভ্যান সংগ্রহে একটি চীনা কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলভবনে গতকাল রোলিং স্টক অপারেশন্স ইম্প্রুভমেন্ট প্রজেক্টের পরিচালক মো. মিজানুর রহমান ও চীনের সিনটিক রেলটেকো-জিনজির ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়ং বিং চুক্তিতে সই করেন। মোট ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকায় চীনের প্রতিষ্ঠানটির কাছ থেকে লাগেজ ভ্যান কেনা হবে। এর মধ্যে ৭৫টি মিটারগেজ ভ্যানের ১৮৩ কোটি ২৪ লাখ টাকা ও ৫০টি ব্রডগেজ ভ্যানের জন্য ১৭৫ কোটি ১৫ লাখ টাকা ব্যয় হবে। লাগেজ ভ্যান কেনায় আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অনুষ্ঠানে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, লাগেজ ভ্যান কিনে কৃষকের পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিতে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা লাগেজ ভ্যান চালু করি। চুক্তির ২০ মাসের মধ্যে লাগেজ ভ্যান সরবরাহ শুরু হবে এবং ২৭ মাসের মধ্যে সরবরাহ সম্পন্ন হবে। কৃষিপণ্য লাগেজ ভ্যানের মাধ্যমে পরিবহন করা হলে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবে, ক্রেতাও সঠিক দামে পণ্য কিনতে পারবে। কৃষক ও ভোক্তা উভয়েই লাভবান হবে।

সর্বশেষ খবর