বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ইচ্ছাকৃতদের কারণে খেলাপি ঋণ বেড়েছে

-ড. সালেহ উদ্দিন আহমেদ

ইচ্ছাকৃতদের কারণে খেলাপি ঋণ বেড়েছে

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, যারা ঋণ নিয়ে পাচার করেছে, ভিন্ন খাতে ব্যবহার করেছে, তাদের কারণেই খেলাপি বেড়েছে। অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এরা নতুন সুবিধার আশায় থাকে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার-ঘোষিত প্যাকেজ সন্তোষজনক ছিল। সেটি বাস্তবায়ন সঠিকভাবে করতে পারলে ব্যাংকিং খাতের জন্য অবশ্যই ভালো হতো। তবে এসব ইচ্ছাকৃত খেলাপিরা সেই কাজটি করেনি। তাদের অনেক ব্যাংকার হয়তো সহায়তা করেছে। তারা মনে করছে টাকা ফেরত না দিলে ভবিষ্যতে আরও সুবিধা পাওয়া যাবে। ব্যাংকিং খাতে নানা সুবিধা দেওয়ার পরও খেলাপি ঋণ বৃদ্ধি নিয়ে বাংলাদেশ  প্রতিদিনকে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, খেলাপি ঋণ বাড়ার পেছনে মূল কারণ হলো সরকার আরও সুবিধা দিতে থাকবে। কয়েক বছর ধরেই এদের সুবিধা দেওয়া হয়েছে। দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে নতুন করে রিশিডিউল করা হলো। তারা আর টাকা ফেরত দিতে হবে এটা মনেই করে না। তারা মনে করে টাকা ফেরত না দিলে আরও সুবিধা পাওয়া যাবে। অনেক ব্যবসায়ী আছে যারা সুবিধা নিয়েছে, নতুন করে ঋণও নিয়েছে। খেলাপি তকমা থেকে বের হয়ে ভিন্ন প্রকল্পের জন্য ঋণ নিয়েছে। সেই ঋণের টাকা দেশে রাখেনি বা সংশ্লিষ্ট ব্যবসায় বিনিয়োগ করেনি। অনেকে পাচারও করেছে। তাদের বিরুদ্ধে কঠোর হয়ে পদক্ষেপ নিতে হবে। সুবিধা পাওয়ার ভুল বার্তা তাদের দেওয়া হয়েছে। তিনি বলেন, একবার খেলাপি হলে তারা ক্রেডিট ব্যবহার করতে পারবে না, বাড়ি ভাড়া নিতে পারবে না, অন্য কোনো প্রণোদনার সুবিধা পাবে না- এমন কঠোর পদক্ষেপ নিলে সহজে কেউ খেলাপি হবে না। এ ছাড়া ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যবসার সক্ষমতা সম্ভাবনা যাচাই কঠোরভাবে সমন্বয় করা উচিত। এসএমই খাতে তুলনামূলক কম খেলাপি হয়। সে খাতে ঋণ বাড়ানো উচিত।

সর্বশেষ খবর