বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

এককভাবে হাত দেওয়া উচিত নয়

-শারমিন মুরশিদ

এককভাবে হাত দেওয়া উচিত নয়

নির্বাচন বিশ্লেষক ও ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা নেই, তাই এককভাবে আরপিওতে হাত দেওয়া তাদের উচিত নয়। এ ক্ষেত্রে আরপিও সংশোধন করতে হলে দেশের অভিজ্ঞ-বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা করেই করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে  তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ নির্বাচন কমিশন এমন একটা কমিশন, যে নিজের ক্ষমতাটাকে কমিয়ে নেয়। এ নির্বাচন কমিশন এমন কোনো আস্থাভাজন নির্বাচন কমিশন নয় যে, তারা এককভাবে আরপিওতে হাত দিতে পারে। তিনি বলেন, আরপিও সংশোধনেরই দরকার নেই। তিনি উল্লেখ করেন, যদি কমিশন তার দায়িত্বটা বোঝে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে চায়, তাহলে সেই ২০০৮ সালের আরপিওকে রক্ষা করতে চাইবে। আর যদি এলোমেলো করে দিতে চায় বা দুর্বল করতে চায়, তাহলে এটাকে আবার সংশোধন করবে। এই নির্বাচন বিশ্লেষক আরও বলেন, সবাইকে নিয়ে যে আরপিও সংশোধন হয়েছে, সে আরপিওতে হাত দেওয়ার আগে সবাইকে নিয়ে আবারও আলোচনা করা উচিত। এ ক্ষেত্রে দেশের যারা অভিজ্ঞ, বিশেষজ্ঞ আছেন এবং সাবেক নির্বাচন কমিশনার আছেন তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই এ সংশোধনের কাজে হাত দেওয়া উচিত। যে চর্চাটা আমরা ২০০৮ থেকে করে আসছিলাম, সে জায়গায় ফিরে যেতে হবে। এককভাবে নির্বাচন কমিশনের আরপিওতে হাত দেওয়া উচিত হবে না।

সর্বশেষ খবর