শিরোনাম
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
ঢাকা-৫ আসনের উপনির্বাচন

মনোনয়ন দৌড়ে এগিয়ে হারুন

নিজস্ব প্রতিবেদক

মনোনয়ন দৌড়ে এগিয়ে হারুন

প্রয়াত হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনের উপনির্বাচন মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন হারুন-উর রশীদ সিআইপি।

আসনটি ধরে রাখতে দীর্ঘদিন এই এলাকায় দলীয় নেতা-কর্মী ও গণমানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হারুন-উর রশীদকে চান স্থানীয় নেতা-কর্মীরা। স্থানীয়রা জানায়, প্রয়াত হাবিবুর রহমান মোল্লার অবর্তমানে আসনটির রাজনীতিতে নানা পরিবর্তনের আভাস ফুটে উঠেছে। অন্তর্কোন্দলের কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। এ অবস্থায় এই আসন এলাকায় দলকে সুসংগঠিত করতে মো. হারুন-উর-রশীদকে মনোনয়ন দেওয়া সঠিক সিদ্ধান্ত হবে মনে করেন তারা। স্থানীয়রা বলছেন, অন্য কাউকে প্রার্থী করা হলে কেউ কেউ নিষ্ক্রিয় হয়ে যাবে। সেক্ষেত্রে তাকে প্রার্থী করা হলে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে নৌকার পক্ষে কাজ করবে। মনোনয়ন পাওয়ার ব্যাপারে মনোনয়নপ্রত্যাশী হারুন-অর রশীদ সিআইপি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ’৭৪ সাল থেকে আমি এই নির্বাচনী এলাকায় মানুষের সুখে-দুঃখে আছি। যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে থেকে কাজ করেছি। এখন জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ চাই। তিনি বলেন, এই আসনে যতজন প্রার্থী হয়েছেন তাদের মধ্য থেকে আমি সর্বজন গ্রহণযোগ্য। নেত্রী আমাকে নৌকা প্রতীক দিলে আসনটি ধরে রাখতে সক্ষম হব। জননেত্রীর হাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখব। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানিয়েছেন। জানা গেছে, ব্যবসায়িক সফলতার পাশাপাশি হারুন-উর-রশীদ নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সংগঠনের। সদস্যদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে টানা ছয় মেয়াদে পরিচালকের দায়িত্ব পালন করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই)। এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। টানা ১৭ বার নির্বাচিত হয়েছেন কমার্শিয়াল ইমপটেন্ট পারসন (সিআইপি)। বস্ত্র রপ্তানি খাতে পুরস্কার পেয়েছেন ১৬ বার। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য, বাংলাদেশ গ্রে অ্যান্ড ফিনিশড ফেব্রিক্স মিলস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ টুইস্টিং মিলস অ্যাসোসিয়েশনের নির্বাচিত প্রেসিডেন্ট তিনি। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর পরিচালক এবং বাংলাদেশ দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টাও তিনি। হারুন-উর-রশীদ বহু শিক্ষাপ্রতিষ্ঠানেরও প্রতিষ্ঠাতা। বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্যও তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর