বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রতিদিনের আক্রান্তে ভারত এখনো শীর্ষে মৃত্যুতে ব্রাজিল

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন প্রতিদিনের আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। আর মৃত্যুতে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, গতকাল সকাল পর্যন্ত এ ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের মোট সংখ্যা ছিল ২ কোটি ৬০ লাখের বেশি এবং মৃত্যু ছিল ৮ লাখ ৬২ হাজারের বেশি। ওয়াল্ডোমিটারের তালিকা অনুযায়ী, গত মঙ্গলবার ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৭৮ হাজার ১৬৯ জন এবং মৃত্যু ছিল ১ হাজার ২৫ জন। ব্রাজিলে আক্রান্ত ছিল ৪১ হাজার ৮৮৯ জন এবং মৃত্যু ছিল ১ হাজার ১৬৬ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ছিল ৪১ হাজার ৯৭৯ জন এবং মৃত্যু ছিল ১ হাজার ১৬৪ জন। এছাড়া প্রতিদিনে ৫ হাজার থেকে ১০ হাজার আক্রান্তের দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন ও পেরু। ২ হাজার থেকে ৪ হাজার আক্রান্তের দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, ফ্রান্স, মেক্সিকো, ইরাক, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ইউক্রেন। ১ হাজার থেকে ২ হাজারের নিচে আক্রান্তের দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, চিলি, ইরান, বাংলাদেশ, তুর্কি, জার্মানি, ইসরায়েল, রোমানিয়া, মরক্কো, ইথিওপিয়া, ভেনিজুয়েলা ও নেপাল।  আর ৫০০ থেকে ১ হাজারের নিচে থাকা আক্রান্তের দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, পাকিস্তান, ইতালি, কানাডা, কাতার, বলিভিয়া, ইকুয়েডর, পানামা, কুয়েত, গুয়াতেমালা, ইউএই, জাপান, পোল্যান্ড, হন্ডুরাস, প্যালেস্টাইন, প্যারাগুয়ে ও লিবিয়া। বাকি দেশগুলোতে আক্রান্তের সংখ্যা এর নিচে রয়েছে।

 ওয়াল্ডোমিটারস বলছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। হাভানায় লকডাউন : উত্তর আমেরিকার দেশ কিউবার রাজধানী হাভানায় ফের করোনা সংক্রমণ দেখা দিয়েছে। সংক্রমণের মাত্রা অপেক্ষাকৃত কম হলেও ভাইরাসটির বিস্তার ঠেকাতে গত মঙ্গলবার থেকে সেখানে ১৫ দিনের কঠোর লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। লোকজনকে নিজ এলাকার বাইরে  ঘোরাফেরা করতে নিরুৎসাহিত করা হচ্ছে। বেশিরভাগ স্থানীয় দোকানপাটের কর্মীদের বাইরের লোকজনের সঙ্গে কিছু কেনাকাটা করতে নিষেধ করা হয়েছে। উল্লেখ্য, কিউবায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর