রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

যে কারণে বাড়ছে সামাজিক অবক্ষয়

নৈতিক অবক্ষয়ের বিষয়গুলো সমাজে এক দিনে তৈরি হয়নি। এর পেছনে বেশ কিছু অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কারণ রয়েছে। আমাদের পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে। তরুণরা হয়ে পড়ছে সমাজবিচ্ছিন্ন। অসহিষ্ণুতা এখন সমাজের একটি বড় ফ্যাক্টর। মানুষ ধৈর্য না ধরে হুটহাট কিছু একটা করে বসছে। সমাজে সৃষ্ট অবক্ষয়ের পেছনের কারণ সম্পর্কে জানতে চাইলে মনোবিজ্ঞানী ও মনোচিকিৎসকরা বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন জ্যেষ্ঠ প্রতিবেদক জিন্নাতুন নূর

সাইকোলজিক্যাল ডিজরাপশন থেকে অঘটন ঘটছে

মানুষ ধৈর্য না ধরেই এখন হুটহাট কিছু করে বসে

অবক্ষয়ের পেছনে অর্থনৈতিক সামাজিক কারণ

সর্বশেষ খবর