শিরোনাম
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সাইকোলজিক্যাল ডিজরাপশন থেকে অঘটন ঘটছে

-ড. মোহিত কামাল

সাইকোলজিক্যাল ডিজরাপশন থেকে অঘটন ঘটছে

বিশিষ্ট মনোবিজ্ঞানী অধ্যাপক ড. মোহিত কামাল বলেছেন, আমাদের পারিবারিক বন্ধন দিন দিন দুর্বল হয়ে পড়ছে। পরিবারগুলোয় ভঙ্গুরতা বিরাজ করছে। তরুণরা সমাজবিচ্ছিন্ন হয়ে পড়ছে। সামাজিক অবস্থা পর্যবেক্ষণ করে মনে হচ্ছে, মহামারীতে মানসিক সমস্যার সঙ্গে নৈতিক অবক্ষয়ও বাড়ছে। মানুষ এখন অর্থনৈতিক চাপের মধ্যে আছে। এর সঙ্গে রয়েছে মৃত্যুভয়। আর মানুষ যখন চাপে থাকে তখন আবেগে আক্রান্ত হয়। এ আবেগের মধ্যে এক ধরনের অনিয়ন্ত্রিত অবস্থা তৈরি হয়। এ অবস্থায় একজনের রাগ, ক্ষোভ ও বিরক্তি হতে পারে। একে বলা হয় ‘সাইকোলজিক্যাল ডিজরাপশন’। আর এ রাগ, ক্ষোভ থেকে অনেক সময় প্রিয়জনকে আঘাত করার মতো অঘটনও ঘটে যেতে  পারে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন ড. মোহিত কামাল। এই মনোচিকিৎসক বলেন, সাম্প্রতিক পারিবারিক আত্মহত্যার ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখা যায় মনঃসামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, পরকীয়া, যৌতুকসহ বিভিন্ন কারণে দেশে আত্মহত্যা বেড়েছে। সাধারণত এসব ঘটনায় তৎক্ষণাৎ মানসিক আঘাতপ্রাপ্ত হয়েও অনেককে আত্মহত্যা করতে দেখা যায়। আবার অনেকে পরিকল্পনা করেই আত্মহত্যা করছে। তাঁর মতে পারিবারিক ও অর্থনৈতিক সমস্যা বর্তমান সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। তিনি আরও বলেন, সামাজিক অবক্ষয় কমাতে পরিবারগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনতে হবে। কেউ যেন বিচ্ছিন্ন হতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে দেখতে হবে কারও মধ্যে যেন শূন্যতার সৃষ্টি না হয়। কেননা হতাশা, শূন্যতা বা বিচ্ছিন্নতার কারণে তরুণরা সহিংস আচরণে উদ্বুদ্ধ হতে পারে।

সর্বশেষ খবর