রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সরকারের টাকায় ত্রাণ দিয়ে আওয়ামী লীগ বাহবা নিচ্ছে

-মিজানুর রহমান মিজান

সরকারের টাকায় ত্রাণ দিয়ে আওয়ামী লীগ বাহবা নিচ্ছে

মৌলভীবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের মতো মৌলভীবাজারেও বিএনপি নেতা-কর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পক্ষ থেকে জেলায় প্রায় ২৯ হাজার পরিবারকে  ত্রাণসামগ্রী ও আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। এসব ত্রাণ ও আর্থিক সাহায্য ব্যক্তিগত উদ্যোগে দেওয়া হয়। করোনাকালে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নিরলস কাজ করেছেন। কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিভিন্ন উপজেলায় অসহায়দের মধ্যে মাস্কসহ স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। মিজানুর রহমান আরও বলেন, সরকারের দেওয়া ত্রাণসামগ্রী বিতরণ করে আওয়ামী লীগ নেতারা বাহবা নিচ্ছেন। অথচ তাদের দলীয় সভানেত্রীর নির্দেশনা ছিল নেতা-কর্মীরা তাদের নিজেদের টাকা খরচ করে মানুষের পাশে দাঁড়াবেন। কিন্তু নিজের টাকা খরচ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের এমন কোনো নেতা দেখা যায়নি। তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমান সরকারকে প্রস্তাব দিয়েছিলেন করোনার এ দুর্যোগের সময় একটি জাতীয় কমিঠি গঠন করে দলমত-নির্বিশেষে সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করে। ফলে সাধারণ মানুষ প্রয়োজনের তুলনায় সেবা পায়নি।

সর্বশেষ খবর