রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দুর্যোগে বড় দলগুলোর আরও ভূমিকা রাখার সুযোগ ছিল

-মোহাম্মদ আবু তাহের

দুর্যোগে বড় দলগুলোর আরও ভূমিকা রাখার সুযোগ ছিল

লেখক-গবেষক মোহাম্মদ আবু তাহের বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনা মহামারী পৃথিবীর স্বাভাবিকতাকে হারিয়ে দিয়েছে। এ ভাইরাস শুধু মৃত্যুই ডেকে আনেনি, অন্যান্য দেশের মতো বাংলাদেশের জনজীবন ও উৎপাদন প্রক্রিয়া স্থবির করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে রাজনৈতিক দলগুলোর মাঠের তৎপরতা। তিনি বলেন, মৌলভীবাজার একটি অগ্রসরমান অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল হলেও করোনা পরিস্থিতিতে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মৌলভীবাজারের রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনসমূহ করোনা পরিস্থিতিতে মানুষের পাশে রয়েছে। লকডাউনের সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দের পদক্ষেপ প্রশংসনীয় ছিল। তবে আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকায় এমপি ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের জেলাব্যাপী ভূমিকা দৃশ্যমান হলেও সরকারি দল হিসেবে আরও বেশি ভূমিকা রাখার সুযোগ ছিল। বিএনপির পক্ষ থেকে জেলা ও উপজেলার বিভিন্ন জায়গায় ত্রাণ ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। তবে একটি বড় রাজনৈতিক দল হিসেবে যে ভূমিকা রেখেছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মাস্ক ব্যবহারের জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো কার্যকর ভূমিকা রাখলে করোনাভাইরাস থেকে মুক্ত থাকা যেত।

সর্বশেষ খবর