রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ সংযোগ ও এসি পরীক্ষা করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দেশের সব বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন এলাকায় মসজিদ-মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ছাড়াও নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কো. লি.।

এই বিস্ফোরণের ঘটনার পেছনে কোনো বিভাগের গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। একই সঙ্গে গতকাল এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নসরুল হামিদ। গতকাল শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বায়তুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনার পেছনে কোনো বিভাগের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। তল্লা ঘনবসতিপূর্ণ এলাকা। গ্যাসলাইন আছে। মসজিদের বর্ধিত অংশের ওপর দিয়ে গ্যাসলাইন গেছে। এসির লাইনে শর্টসার্কিট হয়েও বিস্ফোরণ ঘটতে পারে। কারণ তার কিছুক্ষণ আগে নাকি বিদ্যুৎ চলে গিয়েছিল। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেটি বড় বিষয় নয়। বড় বিষয় হলো এতগুলো মানুষ মারা গেছেন। কোনোভাবে কোনো সরকারি বিভাগ বা অফিসারের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, যেসব মসজিদে এভাবে বিশালভাবে এসি লাগানো হয়েছে, তাদের নিকটস্থ বিদ্যুৎ অফিস থেকে সংযোগ পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। কারণ নি¤œমানের তার ও সার্কিট ব্যবহার করা হচ্ছে অনেক ক্ষেত্রে। কিন্তু কোনো সাবধানতা অবলম্বন করা হচ্ছে না, আমাদের আরও সাবধান হতে হবে।

সর্বশেষ খবর