রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দ্বিতীয় ধাপে ভর্তির আওতায় ২ লাখ ৪০ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। এ ধাপে দেশের বিভিন্ন কলেজে ২ লাখ ৪০ হাজার ৬৫৭ জন ভর্তির জন্য মনোনীত হয়েছে। ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে দ্বিতীয় ধাপের এ ফল প্রকাশ করা হয়েছে।

কলেজ পরিদর্শক বলেন, দেশের ১০টি শিক্ষা বোর্ডের আওতায় দ্বিতীয় ধাপে মোট ২ লাখ ১৭ হাজার ২৫৫ হাজার শিক্ষার্থী আবেদন করে। তবে প্রথম ধাপের আবেদনে অনেক শিক্ষার্থী কলেজ মনোনয়ন পায়নি। তাদের অনেকে আবেদন ছাড়াই কলেজ  মনোনয়ন পেয়েছে। তিনি বলেন, ঢাকা বোর্ডের আওতায় ৬৫ হাজার ৮৭৭ জন নতুন আবেদন করে ভর্তির জন্য মনোনীত হয়েছে। কলেজ পাওয়া শিক্ষার্থীদের আগামীকালের মধ্যে নিশ্চায়ন করতে হবে। যেসব শিক্ষার্থী এখনো কলেজে ভর্তির মনোনয়ন পায়নি তারা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাবে। তৃতীয় ধাপে আবেদন করা যাবে ৭ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এ আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর। কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায়। কলেজগুলোতে ভর্তি চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

সর্বশেষ খবর