শিরোনাম
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মানবিক সহায়তা দিয়েছি

-কাজী আলমগীর

মানবিক সহায়তা দিয়েছি

পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর বলেছেন, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে দলীয় সভা ও কর্মসূচিতে থেকে মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। প্রত্যেক নেতা-কর্মী মানুষের পাশে আছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে দলীয় কর্মকা- পরিচালনা করছি। শোকের মাস আগস্টেও স্বাস্থ্যবিধি মেনেই সব কর্মকা- পরিচালনা করা হয়েছে। তিনি বলেন,  করোনাকালে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ের কমিটির সদস্যরাও নিরলসভাবে কাজ করেছেন। যা এখনো চলছে। কর্মহীন মানুষের পাশে ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে আওয়ামী লীগ যেভাবে পাশে দাঁড়িয়েছে তা নজিরবিহীন। করোনাকালের রাজনীতি নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। কাজী আলমগীর বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাধ্যমতো মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। যে যেভাবে পেরেছেন সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তারা সবাই মাঠে আছেন। ভবিষ্যতেও মাঠে থেকে মানুষকে তারা সহায়তা করবেন। এ ছাড়াও করোনাকালে সরকার ও আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি পটুয়াখালীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও যুবকরা যে যেভাবে পেরেছে খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, গত রমজানে ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও অসহায় দুস্থরা যেন পরিবার নিয়ে ঈদ উৎসব পালন করতে পারে সেজন্য চার হাজার পরিবারের মধ্যে সেমাই, চিনি, নুডলস ও ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ঈদুল আজহায় ২৫০ পরিবারের মাঝে কোরবানির মাংস, মসলা ও চাল বিতরণ করেছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর