সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পুরো সময় পাশে ছিলাম

-অ্যাডভোকেট মজিবুর রহমান

পুরো সময় পাশে ছিলাম

পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেছেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী করোনাকালে রাজনৈতিক কর্মকা- বন্ধ থাকলেও আমরা পুরো সময় মানুষের পাশে ছিলাম। তিনি বলেন, জেলা বিএনপির সভাপতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর দিকনির্দেশনায় বিএনপি, যুবদল,  ছাত্রদল, মহিলা দলের নেতা-কর্মীরা তাদের সাধ্যমতো মানুষকে মানবিক সহায়তা দিয়েছেন। নিম্ন মধ্যবিত্ত যারা লজ্জায় হাত পাততে পারেনি গোপনে তাদের সহায়তা করেছি আমরা। করোনাকালের রাজনীতি নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। মজিবুর রহমান টোটন বলেন, বিএনপি এক যুগ ক্ষমতার বাইরে। তাই আমরা নিজেদের তহবিল থেকে যতটুকু পেরেছি মানবিক সহায়তা নিয়ে এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তারপরও স্থানীয়ভাবে তারা মানুষের জন্য তেমন কিছু করতে পারেনি। তিনি বলেন, ব্যক্তিগত তহবিল থেকে অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে নগদ ৮ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। সভাপতির ব্যক্তিগত তহবিল ও দলীয়ভাবে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকিতে ২২ হাজার ৭৫০ পরিবারের মধ্যে চাল, ডাল, আটা, সেমাইসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নেই ৯ হাজার ৫৫০ পরিবারকে ঈদুল ফিতর পর্যন্ত খাবার সহায়তা করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর