সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দলগুলোর তৎপরতা তেমন ছিল না

-প্রফেসর মো. জাফর আহমেদ

দলগুলোর তৎপরতা তেমন ছিল না

পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জাফর আহমেদ বলেছেন, করোনা সংক্রমণের ভয়ে জেলায় রাজনৈতিক দলগুলোর তৎপরতা খুব একটা ছিল না। তবে স্থানীয়ভাবে রাজনৈতিক দল, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাধ্যমতো মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। কিছু যুবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ  থেকে প্রচারণা চালিয়েছে এবং তাদের সাধ্যমতো ত্রাণ বিতরণ করেছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে। তাই করোনা আমাদের সমাজকে বহু কিছু শিখিয়েছে। করোনাকালের রাজনীতি নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে প্রফেসর মো. জাফর আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ। বেশির ভাগ মানুষ নিম্ন আয়ের। অশিক্ষা, কুশিক্ষা ও সচেতনতার অভাব রয়েছে। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। সচেতনতামূলক প্রচারণা বাড়াতে হবে। জীবিকার তাগিদে অল্প আয়ের মানুষেরা বাধ্য হয়েই রাস্তায় বের হচ্ছে। দিনমজুর, শ্রমিক, রিকশাচালকদের রাস্তায় না নেমে উপায় নেই। তারা আয় না করলে সংসার চালাবে কীভাবে। তাই সবকিছু বিবেচনা করে করোনা সংক্রমণ এড়াতে হবে আবার জীবন ও জীবিকার তাগিদে মানুষ বাইরে যাবে। করোনা সংক্রমণ রোধে সবকিছুর সমন্বয়টা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর