সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মেইল ভোট গ্রহণ শুরু

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে নির্বাচনের দিন এগিয়ে আসছে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। তবে গত ৪ সেপ্টেম্বর থেকে প্রেসিডেন্ট নির্বাচনের মেইল ভোট কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে এই  মেইল ভোটের কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, নর্থ ক্যারোলিনায় মেইল ভোটের জন্য ৬০ লাখের বেশি ব্যালট পাঠানো হয়েছে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে এক চতুর্থাংশ ভোট পড়েছিল  মেইলে। তবে এবার করোনাভাইরাসের কারণে ধারণা করা হচ্ছে গতবারের চেয়ে মেইলে ভোটাররা  বেশি ভোট দেবেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সংঘাত ছড়িয়ে পড়ছে, যা  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ডেমোক্র্যাটিক দলের জো  বাইডেন সরকার পরিচালনায় ট্রাম্পের ব্যর্থতা মার্কিন জনগণের কাছে তুলে ধরছেন। 

সর্বশেষ খবর