সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
প্রকৃতি

বাঘের নতুন ঠিকানা হচ্ছে পার্বত্য জেলা আজ থেকে সমীক্ষা

মোস্তফা কাজল

বাঘের নতুন ঠিকানা হচ্ছে পার্বত্য জেলা আজ থেকে সমীক্ষা

সুন্দরবনের বাঘের নতুন ঠিকানা হচ্ছে দেশের তিন পার্বত্য জেলা। এখন সুন্দরবনের পাশাপাশি বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতেও দেখা মিলবে রয়েল বেঙ্গল টাইগারের। বাঘ গবেষক ও সরকারের দায়িত্বশীল উচ্চপর্যায়ের কর্মকর্তারা আশা করছেন, পার্বত্য তিন জেলায় পর্যাপ্ত বন-জঙ্গল রয়েছে। এতে বাঘের বসবাসে কোনো সমস্যা হবে না। এমনকি সুন্দরবনের মতো স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবে।

পার্বত্য অঞ্চলের জঙ্গলে হাতি, ভাল্লুক ও হরিণের আবাস আছে। এ ছাড়া বাঘের খাবারের জন্য পর্যাপ্ত বন্য প্রাণিও আছে। এমন চিন্তা থেকে বন অধিদফতরের প্রস্তাবটি সমীক্ষার জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয় অনুমোদন করেছে। এ সমীক্ষায় নেতৃত্ব দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. আনোয়ারুল ইসলাম। আজ থেকে সমীক্ষার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে বন অধিদফতরের সূত্র। আগামী বছরের ৩০ জুন এ সমীক্ষার কাজ শেষ হবে। এর আগে বন অধিদফতর থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল বাঘের প্রজনন বৃদ্ধিতে সুন্দরবনের ভিতরের বিভিন্ন অংশে তাদের ছড়িয়ে দেওয়া হবে। বন বিভাগের এমন প্রস্তাবে তখন বিস্ময় প্রকাশ করেন বাঘ বিশেষজ্ঞরা। তারা বলেছিলেন, এমন প্রস্তাব বাস্তবায়নে বুমেরাং হতে পারে। বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী বলছেন, দেশের পার্বত্য বনাঞ্চলে বিচরণের জন্য বাঘ ছাড়া যায় কিনা। সেখানে বাঘ টিকে থাকতে পারবে কিনা, এসব বিষয় খতিয়ে দেখতে একটি সমীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। আরও দেখা হবে ওই তিন জেলার বনে বাঘের থাকার উপযুক্ত পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য আছে কিনা। পাশাপাশি বাঘের জীবন ধারণে কোনো হুমকি আছে কিনা। এমনকি সুন্দরবনের মতো ক্যামেরায় ট্র্যাপিং করা হবে পার্বত্য তিন জেলায়। দেখা হবে কোন ধরনের বন্যপ্রাণী আছে পার্বত্য জেলাগুলোর বনে। ছেড়ে দেওয়া বাঘ সারভাইভ করবে কি না। দেশে কেবল ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবনে বাঘের আবাসস্থল রয়েছে। যদিও এক সময় দেশের অনেক অঞ্চলে বাঘের পদচারণা ছিল। বাঘ বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে কিছু বাঘ তিন পাবর্ত্য জেলায় থাকতে পারে। অতি সম্প্রতি পার্বত্য জেলার কয়েটি স্থানে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। ওই পায়ের ছাপ থেকে বন কর্মকতারা মনে করছেন বাঘের অস্তিত্ব থাকতে পারে পার্বত্য জেলাগুলোয়। এসব কারণে আগেই সমীক্ষা করে নিশ্চিত হতে হবে। না হলে বাংলাদেশের সুন্দরবনের বাঘ প্রতিবেশী দেশে চলে যেতে পারে। সমীক্ষায় সফলতা পাওয়া গেলে নতুন আবাসস্থলের কারণে তিন পাবর্ত্য জেলার বনজ সম্পদ রক্ষায় বড় ধরনের ভূমিকা রাখবে রয়েল বেঙ্গল টাইগার।

সর্বশেষ খবর