মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পুরো গতিতে ফিরেছে ব্যাংকিং কার্যক্রম

----- আতাউর রহমান প্রধান

পুরো গতিতে ফিরেছে ব্যাংকিং কার্যক্রম

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান বলেছেন, সোনালী ব্যাংকের কার্যক্রম আগেও বন্ধ ছিল না। তবে কিছুটা সীমিত আকারে পরিচালনা করা হয়েছে। লকডাউনের সময় আমরা সব ধরনের সুবিধা দিয়েছি গ্রাহকদের। কর্মকর্তারা রোস্টারিং ভিত্তিতে দায়িত্ব পালন করেছেন। পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। সব স্বাভাবিক গতিতে ফিরেছে। ব্যাংকিং কার্যক্রমে এখন কোনো ধরনের সীমিতকরণ নেই। কর্মকর্তাদের রোস্টারিং পদ্ধতিও একেবারে বন্ধ। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমে বড় অংশ ছিল সরকারের প্রণোদনা। আমরা সেসব প্রণোদনা বাস্তবায়ন করেছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের মধ্যে কার্যক্রম পরিচালনা করেছি। এখন স্বাস্থ্যবিধি মেনে অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই সব শাখায় গ্রাহকের ভিড় বেড়েছে। গ্রাহকের ভিড় সামলাতে অনেক শাখায় স্বাস্থ্যবিধি রক্ষা করাও কঠিন হয়ে পড়ছে। প্রধান কার্যালয়ে সব বিভাগের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সবাই নিয়মিত অফিস করছেন। ঋণ প্রদান-আদায়, আমদানি-রপ্তানি কার্যক্রম এখন খুব বেশি হচ্ছে। তিনি আরও বলেন, গত কয়েক সপ্তাহের ব্যবধানে আমাদের ঋণ আদায়ের ক্ষেত্রে ব্যাপক গতি এসেছে। তবে আমাদের বোর্ড মিটিংগুলো এখনো ভার্চুয়ালি হচ্ছে; যা লকডাউন শুরুর পর চালু করা হয়। প্রতি সপ্তাহেই বোর্ড মিটিং হচ্ছে। কোনো মিটিং বাতিল হয়নি।

সর্বশেষ খবর