মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আগের চেয়ে চাপ বেড়েছে

----- মাহবুব উল আলম

আগের চেয়ে চাপ বেড়েছে

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উল আলম বলেছেন, স্বাভাবিক সময়ের তুলনায় এখন ব্যাংকে কাজের চাপ অনেক বেড়েছে। কয়েক মাস শিথিল ব্যাংকিংয়ের কারণে অনেক কাজ পেন্ডিং ছিল। যেগুলো আমাদের এখন করতে হচ্ছে। ফলে আমাদের প্রধান কার্যালয়সহ অন্যান্য শাখায় গ্রাহকের ভিড় বেড়েছে। সারা দেশের শাখাগুলোয় সব ধরনের ব্যাংকিং কার্যক্রম চলছে। রেমিট্যান্স গ্রাহকদের জন্য আমাদের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ব্যাংকের কর্মকর্তারা স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করছেন। আমানত সংগ্রহের ক্ষেত্রে আমরা এ সময় আরও বেশি সফল হয়েছি। চলতি বছরের প্রথম ছয় মাসে আমরা আমানত সংগ্রহ করেছি ৫ হাজার কোটি টাকা। গত দুই মাসে সংগ্রহ করা হয়েছে  ৬ হাজার কোটি টাকা; যা আমাদের কাজের গতি কতটা বেড়েছে তা নির্দেশ করে। চাপের কারণে এখন আমাদের অনেক বেশি কাজ করতে হচ্ছে। আগে যেখানে প্রতিদিন সর্বোচ্চ ১৫০টি মেমো দেখা হতো, এখন ২৫০টির বেশি মেমো দেখা হচ্ছে। ঋণ আবেদনের জন্য প্রকল্পগুলোর এ মেমো আমরা প্রতিদিনই শেষ করছি। ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহী বলেন, সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা সফল। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন এখন প্রায় শেষের দিকে। কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মানার পরও এখন আমাদের প্রায় আড়াই শ কর্মকর্তা করোনা আক্রান্ত। বাকি সবাই অফিস করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর