মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

গতি দ্বিগুণ হয়েছে

----- শামস উল ইসলাম

গতি দ্বিগুণ হয়েছে

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামস উল ইসলাম বলেছেন, এখন ব্যাংকিং কার্যক্রম দ্বিগুণ গতিতে করতে হচ্ছে। লকডাউনের কারণে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রমের মধ্যে আমরা প্রণোদনা প্যাকেজের সব কাজ বাস্তবায়ন করেছি। এখনো বড় ওয়ার্কিং ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলোকে প্রদান করা হচ্ছে। কর্মকর্তারা এখন অনেক বেশি কাজ করছেন। করোনা আতঙ্ক আছে। সব শাখায় স্বাস্থ্যবিধি মেনে গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, প্রধান কার্যালয়ে আমাদের সব বিভাগে কর্মকর্তাদের শতভাগ উপস্থিতি রয়েছে। তারা অফিস সময়ের অতিরিক্ত কাজ করছেন। আগামী ১০ তারিখ ব্যাংকের এজিএম। এজিএমের সব কার্যক্রম গোছানো হয়েছে। প্রণোদনা বাস্তবায়নের জন্য বেশির ভাগ কাজ শেষ হয়ে যাওয়ায় বড় ওয়ার্কিং ক্যাপিটাল দিতে আরও টাকার প্রয়োজন। সেজন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছি আমাদের অর্থায়নের জন্য। গ্রাহকরা এখন ব্যাংকে আসছেন। ঋণ আবেদন, আমানত সংগ্রহে দ্বিগুণ গতি নিয়ে কাজ হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর