মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অসহায় মানুষের ঘরে ঘরে সহায়তা দিয়েছি

-আলমগীর সরকার

অসহায় মানুষের ঘরে ঘরে সহায়তা দিয়েছি

নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বলেছেন, করোনা পরিস্থিতিতে আমরা সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। পুরো জেলায় বিএনপির নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। দলের নেতা-কর্মীদের চাঙ্গা রাখতে ভার্চুয়াল যোগাযোগ করেছি। করোনাকালে বিএনপির ভূমিকা নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, আমাদের নেতা-কর্মীরা জেলা, উপজেলা ও গ্রামে অসহায় মানুষের ঘরে সহায়তা পৌঁছে দিয়েছেন। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে দলীয় কার্যক্রম পালন করা হচ্ছে। আওয়ামী লীগের ত্রাণ বিতরণ সম্পর্কে সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ত্রাণ বিতরণ শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ রয়েছে। অভাবী মানুষের ঘরে কি খাবার পৌঁছেছে? সংগঠনের পরিকল্পনা সম্পর্কে নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বলেন, জেলা বিএনপির সাতটি ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দলকে চাঙ্গা করতে করোনার পরপরই জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। প্রতিনিয়ত রাজনীতির মধ্যেই বিএনপি আছে জানিয়ে তিনি বলেন, যদিও সরকার নানাভাবে চেষ্টা করছে জনগণ থেকে আমাদের দূরে রাখতে কিন্তু বিএনপি ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে।

সর্বশেষ খবর