মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সমুদ্রে ভাসমান ২৯৭ রোহিঙ্গার ঠাঁই হলো ইন্দোনেশিয়ায়

প্রতিদিন ডেস্ক

প্রায় ৩০০ রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি নৌকা ছয় মাস ধরে সমুদ্রে ভেসেছে। আশ্রয় মেলেনি মালয়েশিয়া বা থাইল্যান্ডে। শেষ পর্যন্ত ভাসমান নৌকাটিকে কূলে ভেড়ার অনুমতি দিয়েছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। গতকাল এই রোহিঙ্গারা ইন্দোনেশিয়ার আচি প্রদেশে পৌঁছেছে। কাঠের নৌকায় করে ১৪ শিশু এবং ১৮১ জন নারীসহ মোট ২৯৭ জন রোহিঙ্গা কূলে ভিড়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় পুলিশপ্রধান। খবর বিডিনিউজ।

সুমাত্রার উত্তর উপকূলে লোকসেউমাওয়ে নগরীর উপকূল থেকে বেশ কয়েক মাইল দূরে সমুদ্রের গভীরে ভাসমান এই নৌকাটিকে দেখতে পান স্থানীয় জেলেরা। নৌকার রোহিঙ্গাদের আপাতত একটি স্থানে রাখা হয়েছে। পরে তাদের সুরক্ষিত অন্য কোনো শিবিরে নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

 

সর্বশেষ খবর