মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ময়মনসিংহে হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আবদুর রাজ্জাক হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদন্ডাদেশ চার আসামির মধ্যে তিনজনের ক্ষেত্রে বহাল রেখেছে হাই কোর্ট। এক আসামির দন্ড কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। ডেথ রেফারেন্স ও আসমিদের আপিলের শুনানি শেষে গতকাল বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। হাই কোর্টের রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- মীর জাহান, এমদাদুল হক ওরফে এনদা, আনিসুর রহমান। এ ছাড়া জিয়ারুল হকের সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছে আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও ফজলুল হক খান ফরিদ। নথি সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৫ অক্টোবর রাতে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দার মধুপুর বাজার থেকে স্থানীয় এক ব্যবসায়ীকে নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন ভ্যানচালক আবদুর রাজ্জাক। এ সময় আবদুর রাজ্জাকের ভ্যানের গতিরোধ করে নৃশংসভাবে হত্যা করে আসামিরা। পরে তার কাছে থাকা ১৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মরদেহ পাশের একটি ধানখেতে ফেলে যায় দুর্বৃত্তরা। এরপর ওইদিন রাতেই ঘটনাস্থল থেকে আসামি মীর জাহানকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। তার দেওয়া তথ্য মতে বাকি আসামিদের আটক করা হয়। এদিকে এ ঘটনায় পরদিন নিহতের ভাই হযরত আলী ফকির বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন। এই দুই মামলায় বিচার শেষে ২০১৫ সালের ৪ মে বিচারিক আদালত চার আসামিকে মৃত্যুদন্ড দেয়। পরে ডেথ রেফারেন্স হাই কোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন। যা শুনানি শেষে আদালত এ রায় দেয়।

 

সর্বশেষ খবর