শিরোনাম
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
জাতীয় সংসদে বিএনপি

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তরা কি আইনের আশ্রয় পাবে না?

নিজস্ব প্রতিবেদক

বিচারবহির্ভূত হত্যাকান্ডের ঘটনায় সংশ্লিষ্টদের আইনের আশ্রয় পাওয়ার অধিকার নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছে বিএনপি। গতকাল জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এ প্রশ্ন তোলেন দলীয় সংসদ সদস্য হারুন অর রশীদ ও ব্যারিস্টার রুমিন ফারহানা।

তারা বলেন, আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে মানুষকে উঠিয়ে নিয়ে হত্যা করে নাটক সাজানো হচ্ছে। আর সরকার সেগুলোর সার্টিফিকেট দিচ্ছে। যারা স্বজনকে হারিয়েছে, গুম হয়েছে বা বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছে, তারা কী আইনের আশ্রয় লাভের অধিকার পাবে না? সংবিধানের এই বিধানগুলো কী আমরা স্থগিত করে দিয়েছি? তারা এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেন। পরে পয়েন্ট অব অর্ডারে বিএনপির দুই এমপির বক্তব্যের জবাবে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, ‘কেউই দায় এড়াতে পারেন না। বিএনপি সরকারের আমলে ক্লিনহার্টের নামে অসংখ্য রাজনৈতিক নেতা-কর্মীকে বিচারবহির্ভূতভাবে নির্যাতন করা হয়েছে। অনেকে  সেই নির্যাতনের চিহ্ন নিয়ে মৃত্যুবরণ করেছেন। মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।’

এর আগে হারুন অর রশিদ এমপি বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে মানুষকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। হত্যা করা হচ্ছে। আর নাটক বানাচ্ছে। সরকার সেগুলোর সার্টিফিকেট দিচ্ছে। এসব ঘটনা ঘটেই চলেছে।’

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিচারবহির্ভূত হত্যাকান্ডের পুরস্কারস্বরূপ কোনো পুলিশ অফিসার যদি সর্বোচ্চ পদক পেয়ে থাকেন তাহলে সেটা বিচারবহির্ভূত হত্যাকান্ডকে উৎসাহিত করবে এটাই স্বাভাবিক।

সর্বশেষ খবর