মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
প্রকৃতি

চিড়িয়াখানায় ইম্পালার পরিবারে নতুন অতিথি

নিজস্ব প্রতিবেদক

চিড়িয়াখানায় ইম্পালার পরিবারে নতুন অতিথি

রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র জাতীয় চিড়িয়াখানায় ইম্পালার পরিবারে নতুন অতিথির আগমন ঘটেছে। গতকাল ভোরে ছোট ফুটফুটে এক বাচ্চার জন্ম দেয় আফ্রিকান দুর্লভ প্রাণি ইম্পালা। এ নিয়ে চিড়িয়াখানায় ইম্পালার সংখ্যা দাঁড়াল আটে। এ প্রাণি সচরাচর আবদ্ধ অবস্থায় বাচ্চার জন্ম দেয় না। এমন আবদ্ধ অবস্থায় এ চিড়িয়াখানায় বাচ্চা প্রসব ইতিহাসে তৃতীয় ঘটনা। ফলে চিড়িয়াখানায় কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিরাজ করছে আনন্দের বন্যা।

চিড়িয়াখানার কিউরেটর ডা. নুরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নতুন অতিথির নাম রাখা হয়নি। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে চিড়িয়াখানায় সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এসব কারণে চিড়িয়াখানার ভিতরে বিরাজ করছে সুনসান নীরবতা। প্রাণীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। প্রকৃতির এমন মধুর পরিবেশে প্রাণিদের প্রজনন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে একের পর এক জন্ম নিচ্ছে প্রাণির বাচ্চা। গতকাল সরেজমিন দেখা গেছে, সদ্য জন্ম নেওয়া বাচ্চাটি প্রকোষ্টের ভিতরে মায়ের পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। এখন মায়ের দুধের পাশাপাশি তাকে তরল দুধও খেতে দেওয়া হচ্ছে। সারা দিন মায়ের কাছাকাছি থাকছে। মাঝেমধ্যে দৌড়ঝাঁপ করছে। একটু আড়াল হলেই মা ইম্পালা বাচ্চাকে খুঁজতে থাকে। চারদিকে সতর্ক দৃষ্টি তার। জু অফিসার ওয়ালিউর রহমান বলেন, ২১ দিন পার হলে কচি ঘাস খেতে দেওয়া হবে বাচ্চাকে। ইম্পালা হরিণের চেয়ে দ্রুত গতির বন্য প্রাণি। আফ্রিকার বন ও জঙ্গলে এ প্রাণির বসবাস।

এ প্রাণি লাজুক স্বভাবের হয়ে থাকে। দলবদ্ধ হয়ে বসবাস করে। গর্ভধারণের আট মাস পর এক থেকে দুইটি বাচ্চা প্রসব করে।

সর্বশেষ খবর