শিরোনাম
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

আবারও শীর্ষ ধনী জেফ বেজোস

প্রতিদিন ডেস্ক

আবারও শীর্ষ ধনী জেফ বেজোস

খ্যাতনামা ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস আমেরিকার শীর্ষ ধনী হিসেবে তালিকায় স্থান করে নিয়েছেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো শীর্ষ ধনীদের তালিকায় স্থান করে নিলেন। জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস গতকাল এ তালিকা প্রকাশ করে। তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের অবনমন হয়েছে। ফোর্বসের তালিকার ৪০০ জনের মোট সম্পদ দাঁড়িয়েছে ৩.২ ট্রিলিয়ন মার্কিন ডলার। করোনা মহামারীতে অর্থনীতি ধ্বংস হয়েছে, ১.৮ মিলিয়নের বেশি মানুষ চাকরি হারিয়েছে, তা সত্ত্বেও ধনী আমেরিকানরা তাদের অবস্থান ভালোভাবেই ধরে রাখতে সক্ষম হয়েছেন। জুম ভিডিও কমিউনিকেশন্সের চিফ এক্সিকিউটিভ এরিক ইউয়ান, যিনি বিশ্বব্যাপী  ‘ঘরে বসে কাজ’-এর প্রবর্তক, তিনি এবার ১৮ নতুন ধনীর মধ্যে একজন। তার সম্পদ ১১ বিলিয়ন ডলার। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান ৩৫২ নম্বরে নেমে গেছে। তিনি গত বছর ছিলেন ২৭৫ নম্বর ধনী। তার ৩.১ বিলিয়ন সম্পদ কমে নেমে এসেছে ২.৫ বিলিয়ন ডলারে। সম্পদের মধ্যে রয়েছে অফিস ভবন, হোটেল ও রিসোর্ট। এর সবই করোনা মহামারীতে ব্যাপক ধাক্কা খেয়েছে। তার যে মূল ব্যবসা ট্রাম্প অর্গানাইজেশন, এর মধ্যে ওই তিনটির প্রতিটিই আছে। ফোর্বসের সহকারী ব্যবস্থাপনা সম্পাদক কেরি ডোলান রয়টার্সকে এসব তথ্য দিয়েছেন।

সর্বশেষ খবর